মাত্র ১০ মিনিটের খেল, ঝড়ের তাণ্ডবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুজো প্যান্ডেল

  • ১০ মিনিটের ঝড়ে বিধ্বস্ত বসিরহাটের পুজো মণ্ডপ
  • এর পাশাপাশি আবহাওয়া রিপোর্ট বলছে অষ্টমীতেও বৃষ্টি হবে
  • আগামী ১-২ ঘন্টার মধ্যেই রাজ্যের বেশ কিছু জেলায় মাঝারি মানের বৃষ্টি হতে পারে
  • এইসব জেলাগুলির মধ্যে রয়েছে উত্তর কলকাতার কিছু স্থান, হুগলি এবং পূর্ব বর্ধমান

মাত্র ১০ মিনিট, আর তাতেই খেল দেখিয়ে দিল ঝড়। পুজোর আমেজে কার্যত বড়সড় ধাক্কা খেল বসিরহাট। অষ্টমীর দুপুরে দশ মিনিটের এই ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ল বেশ কিছু পুজো প্যান্ডেল। 

পুজোতে যে বর্ষাসুর ভোগাবে, সে পূর্বাভাস আগে থেকেই দিয়ে এসেছে হাওয়া অফিস। এবং সেই পূর্বাভাস বা বলা ভালো আশঙ্কাকে সত্যি করে বৃষ্টি এসেছে নিজের খুশিতে। কখনও রোদ, কখনও বৃষ্টি, গত কয়েকদিনে এমনই খামখেয়ালি আবহাওয়ার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। মাঝে দুদিন রোদের তেজ অন্য বার্তা দেওয়ার চেষ্টা করলেও, সপ্তমীর সকালের বৃষ্টি ভালোভাবেই তার অস্তিত্বের জানান দিয়েছে। 

Latest Videos

আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি, আশঙ্কা সত্যি করে তাল কাটল পুজোর ছন্দে

এদিকে, অষ্টমীতেও ব্যতিক্রম নয় পরিস্থিতি। পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বিভিন্ন স্থানে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি ভালোমতোই ভিজিয়ে দেয় রাজ্যবাসীকে। জানা যায়, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হাওড়া, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা এবং দক্ষিণ কলকাতার বেশ কিছু স্থানে বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, আগামী ১-২ ঘন্টার মধ্যেই উত্তর কলকাতার কিছু স্থান, হুগলি এবং পূর্ব বর্ধমানও ভিজতে পারে বলে জানা যাচ্ছে। 

আর এরইমধ্যে বসিরহাটে ঘটে গিয়েছে এক অন্য কাণ্ড। ১০ মিনিটের ঝড়ের তাণ্ডবে সেখানে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে পুজো প্যান্ডেল। বলা যায়, এতোদিনের প্রস্তুতি চোখের নিমেষেই ধূলিস্যাৎ হয়েছে এই স্থানে। ভেঙে পড়া বাঁশ ছড়িয়ে ইতস্তত। আর তাকে ঘিরেই অনেকের আনাগোনা, সেই সঙ্গে চোখে মুখে হতাশার ছবি ধরা পড়ল। বলাই যায়, বর্ষাসুর তার নিজের নিয়মেই খেল দেখাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। 

Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News