পানিহাটির মেলায় আচমকাই ভিড়ের চাপে ৩ জনের মৃত্যু, শোকপ্রকাশ করলেন মমতা

রবিবার পানিহাটির দইচিড়ে মেলায় চরম বিশৃঙ্খলার জেরে ৩ জনের মৃত্যু।  ইতিমধ্যেই এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

Web Desk - ANB | Published : Jun 12, 2022 8:37 AM IST / Updated: Jun 12 2022, 06:39 PM IST

রবিবার পানিহাটির দইচিড়ে মেলায় চরম বিশৃঙ্খলার জেরে ৩ জনের মৃত্যু।এদিন পানিহাটির দইচিড়ে মেলায় ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন অনেক পুণ্যার্থী।পানিহাটিতে ইসকন মন্দিরে দণ্ড মহোৎসবে দুভাগ্যজনক তিন ভক্তের মৃত্যু হয়েছে।  মূলত পানিহাটিতে গঙ্গা তীরবর্তী মহোৎসব পালিত হচ্ছিল।  চরম বিশৃঙ্খলার জেরে মেলা বন্ধ করে দিতে বাধ্য় হয় প্রশাসন। শেষ অবধি পাওয়া খবরে, প্রচন্ড গরমে ভিড়ের চাপে অসুস্থ হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী  টুইট করে জানিয়েছেন,'  মৃতের পরিবারকে আমার আন্তরিক সমবেদনা জানাই এবং অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করি।

 

 

 মুখ্যমন্ত্রী এদিন টুইট করে জানিয়েছেন,' পানিহাটিতে ইসকন মন্দিরে দণ্ড মহোৎসবে প্রচন্ড গরমে তিনজনের মৃত্যু হয়েছে। জেলা শাসক ও পুলিশ কমিশনার ঘটনাস্থলে গিয়েছেন। প্রশাসনের তরফে সমস্ত সহযোগিতা করা হচ্ছে।যেসকল পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের প্রতি আমি আমার গভীর সমবেদনা জানাই।' মূলত পানিহাটিতে গঙ্গা তীরবর্তী মহোৎসব পালিত হচ্ছিল। তবে এদিন চরম বিশৃঙ্খলার জেরে মেলা বন্ধ করে দিতে বাধ্য় হয় প্রশাসন।

আরও পড়ুন, 'হাওড়ায় যাবেন না', শুভেন্দুকে নোটিশ পাঠাল কাঁথি থানা, বাড়ির সামনে বসল পুলিশ

আরও পড়ুন, 'মমতার মন্তব্য উস্কানিমূলক, কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে', হাওড়া ইস্যুতে বিস্ফোরক সুকান্ত

করোনার জন্য গত ২ বছর ধরে বন্ধ ছিল এই উৎসব। তাই স্বাভাবিকভাবেই এই উৎসব ঘিরে ভক্তদের উৎসাহ ছিল বেশি। সকাল থেকে প্রচুর মানুষ সেখানে আসতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, ভিড় বাড়তে থাকায় মেলার মধ্যে পদপিষ্ট হওয়া পরিস্থিতি তৈরি হয়েছিল।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী  টুইট করে জানিয়েছেন,' পানিহাটিতে ইসকন মন্দিরে দণ্ড মহোৎসবে দুভাগ্যজনক তিন ভক্তের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারকে আমার আন্তরিক সমবেদনা জানাই এবং অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করি।

আরও পড়ুন, ইটবৃষ্টি-বোমাবাজি, হাওড়ার পর হিংসা ছড়াল মুর্শিদাবাদে, জখম পুলিশ, ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত

পানিহাটিতে ৫০৫ বছর ধরে গঙ্গাতীরবর্তী মহৎসবতলা ঘাটে দণ্ড মহৎসব পালিত হয়। কথিত আছে ওই জায়গায় দই চিড়ে খেয়ে শ্রী চৈতন্যদেব , শ্রীকৃষ্ণের সন্ধানে পাড়ি দিয়েছিলেন। সেই তিথিতে পানিহাটির এই জায়গায় বসে দই চিড়ে মেলা। তবে কোভিডের জেরে উৎসব মাঝে বন্ধ হলেও এবার নানা জায়গা থেকে মানুষে আসেন এখানে। তবে শেষ অবধি ভাল গেল না। একয়েকদিন এমনিতেই অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগেই বলেছে হাওয়া অফিস। আর তা সত্যিও হয়েছে। যার জেরে রমে তীব্র আদ্রতায় আরও গুমোট হয়ে আসে মেলা। একের  অস্বাভাভিক ভীড়, আর সেটাই কাল হল দই-চিড়ে মেলার ভক্তদের। 

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
কল্যাণী এইমসে নিয়োগ নেই স্থানীয়দের, বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদেরই
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose