বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে তৈরি করা হয়েছে বঙ্গ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। বুধবার তালডাংরায় যাবে বিজেপি পরিষদীয় দলের তৈরি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। সেখানে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবে তারা।
রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। রবিবার বাঁকুড়ার তালডাংরার জঙ্গলে এক আদিবাসী যুবতীকে ধর্ষণের চেষ্টা করেছিল বেশ কয়েকজন যুবক। এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে স্থানীয় তৃণমূল কর্মীর নাম। এরপরই এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে তৈরি করা হয়েছে বঙ্গ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের তরফেই সেই কমিটি তৈরি করা হত। কিন্তু, এবার বিজেপি পরিষদীয় দলের থেকেই এটি তৈরি করা হচ্ছে। ২৭ এপ্রিল বিজেপি বিধায়কদের একটি দল তালডাংরায় তথ্য অনুসন্ধান করতে যাবে। আর এই তথ্য অনুসন্ধান দলের নেতৃত্বে থাকবেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা।
তালডাংরায় আদিবাসী যুবতীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে। বর্তমানে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি যুবতী। হাসপাতাল সূত্রের খবর, ওই যুবতীর মাথায়, হাতে ও পায়ে চোট রয়েছে। নির্যাতিতা যুবতীর পরিবারের তরফে জানানো হয়েছে, বছর কুড়ির ওই যুবতী এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। রবিবার সকালে তিনি বাড়ি থেকে সাইকেলে স্থানীয় একটি কম্পিউটার সেন্টারে যাচ্ছিলেন। জঙ্গলের রাস্তা ধরে যাওয়ার সময় চারজন যুবক তাঁর পথ আটকায়। অভিযোগ, টানতে টানতে তাঁকে জঙ্গলে নিয়ে যায়। এরপর হাত-পা বেঁধে কিছু খাওয়ানোর চেষ্টা করা হয়। যুবতী খেতে রাজি না হলে ওই যুবকরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। সেইসময় দু’জন আচমকা সেখানে উপস্থিত হলে অভিযুক্তরা যুবতীকে ছেড়ে পালিয়ে যায়। তবে যুবতীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন- 'ক্ষতিপূরণ ও চাকরি দিয়ে সাক্ষীদের প্রভাবিত' করার অভিযোগ, বগটুইকাণ্ডে ফের মামলা হাইকোর্টে
আর এই ঘটনার তথ্য অনুসন্ধানে যাবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এই বিষয়ে নীলাদ্রি বলেন, "শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে বলবেন। তাঁর সঙ্গে রখা স্থির করা হবে যে সেখানে কে কে যাচ্ছেন। সব কিছু চূড়ান্ত হওয়ার পরই বিধায়কদের নির্দেশ দেওয়া হবে। এরপর সেই নির্দেশ মেনেই বিধায়করা দলগতভাবে সেখানে যাবেন। প্রত্যেকটি জেলাতেই এই ধরনের ঘটনা ঘটছে। আর এবার শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো আমরা তালডাংরায় পৌঁছে যাচ্ছি। রাজ্যের যে সব প্রান্তে এই ধরনের ঘটনা ঘটবে আমরা সেখানেই পৌঁছে যাব। এই ধরনের প্রত্যেকটি ঘটনার সঙ্গেই একটি করে কমিটি তৈরি করে দেওয়া হবে।"
আরও পড়ুন, 'বাঁচার সম্ভাবনা কম, ওঁকে মেরে ফেলা হতে পারে,' অনুব্রতকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
যদিও সাম্প্রতিক ঘটনাও বলছে যে আগে যেসব ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করা হয়েছে তার সবই তৈরি করে দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু, এবার হঠাৎ করে পরিষদীয় দল থেকেই কেন এই কমিটি তৈরি করা হচ্ছে? এর উত্তরে বাঁকুড়ার বিধায়ক বলেন, "হয়তো বিরোধী দলনেতার কাছে তেমনই বার্তা রয়েছে। সেই কারণেই তিনি এই কমিটি তৈরি করছেন। দিল্লির নেতারাই হয়তো এই নিয়ে তাঁকে নির্দেশ দিয়েছেন। সেই মতোই তিনি আমাদের নির্দেশ দিচ্ছেন।"
আরও পড়ুন, নির্যাতিতার মৃতদেহ দাহ করতে জোর খাটিয়েছিল, হাঁসখালি ধর্ষণকাণ্ডে সিবিআরও জালে আরও ৩