বৃহস্পতিবার রাতের দিকেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পুরুলিয়ার বাড়িতে ফিরলেন ডাক্তারি পড়ুয়া পিন্টু কুমার পাসোয়ান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পরিবারের সদস্যদের দিন কাটছিল আতঙ্কের মধ্যে।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (Ukraine) এখনও পর্যন্ত আটকে রয়েছে রাজ্যের বহু পড়ুয়া (Indian In Ukraine)। ইতিমধ্যেই সেখানে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Govt)। কিন্তু, তারপরও সুদূর ইউক্রেনে আটকে থাকা ছেলে মেয়েদের জন্য চিন্তা যেন কিছুতেই কাটছে না পরিবারের। সেরকমই দুশ্চিন্তায় ছিল পুরুলিয়ার (Purulia) শালতোড় গ্রামের পাসোয়ান পরিবার। তবে ছেলে পিন্টু কুমার পাসোয়ান ইউক্রেন থেকে নিরাপদে দেশে (Ukraine Return) ফেরায় এখন চিন্তা মুক্ত হয়েছেন পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার রাতের দিকেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine-Russia Conflict) থেকে পুরুলিয়ার বাড়িতে ফিরলেন ডাক্তারি পড়ুয়া (Medical Student) পিন্টু কুমার পাসোয়ান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পরিবারের সদস্যদের দিন কাটছিল আতঙ্কের মধ্যে। শুধু সুস্থ অবস্থায় ছেলে যাতে বাড়ি ফিরে আসে সেই পথ চেয়ে বসেছিলেন তাঁর পরিবারের সদস্যরা। অবশেষে ছেলে বাড়িতে ফেরায় খুশির হাওয়া পরিবারে।
পিন্টু কুমার পাসোয়ানের বাড়ি পুরুলিয়ার নিতুড়িয়া থানার শালতোড় গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত পারবেলিয়া নিউ কলোনিতে। ২৪ বছর বয়সী পিন্টু ইউক্রেনে ইভানো ফ্রাঙ্কিভ ন্যাশনাল ম্যাডিকেল ইউনিভার্সিটির এমবিবিএসের তৃতীয় বর্ষের ছাত্র। বৃহস্পতিবার রাঁচি হয়ে পুরুলিয়ার নিতুরিয়া থানার নিউ কলোনির বাড়িতে ফেরেন তিনি। ইউক্রেন থেকে বাড়ি ফেরার সময় ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হতে হয়েছিল তাঁকে। সেই গোটা ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি। জানিয়েছেন, ইভানা থেকে বাসে প্রথমে রোমানিয়া বোর্ডারে পৌঁছান। সেখান থেকে তাঁকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ১৬ ঘণ্টা সেই ক্যাম্পেই ছিলেন তিনি। তারপর সেখান থেকে বিমানে কেন্দ্রীয় সরকারের সহায়তায় রাঁচি পৌঁছন।
আরও পড়ুন- রাশিয়ান মহাকাশযান থেকে মুছে গেল আমেরিকা-জাপান-ব্রিটেনের পতাকা, রইল ভারতের তেরঙা পতাকা
রাঁচি বিমানবন্দরে পিন্টু পাসোয়ান
তারপর পুরুলিয়ার নিতুড়িয়া ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফারে আধিকারিক সুব্রত মণ্ডল নিজে পিন্টু পাসওয়ানকে পারবেলিয়ার নিউ কলোনির বাড়িতে ফেরেন। ব্লক প্রশাসনের পক্ষ থেকে পিন্টুকে সম্বর্ধনাও দেওয়া হয়। পিন্টুর বাবা অশোক পাসওয়ান সহ অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন নিতুড়িয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অজয় কুমার। আগামী দিনে পিন্টুর পরিবারের যে কোনও প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন বিডিও।
এদিকে সুস্থ অস্থায় পিন্টুতে হাতের কাছে পেয়ে খুশি পরিবারে। তিনি বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যরা ফুলের মালা পরিয়ে ছেলেকে বরণ করে নেন। পাশাপাশি সালতোড় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় যাদব ও রাধেশ্যাম সাও ফুলের তোড়া দিয়ে পিন্টুকে বরণ করেন। কয়েকটা দিন আতঙ্ক এবং উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছিলেন পাসোয়ান পরিবারের সদস্যরা। তবে 'ঘরের ছেলে ঘরে' ফিরে আসায় এখন খুশির হাওয়া বইছে এলাকায়।