কিংবদন্তির জন্মদিনে খাদ্যসামগ্রী বিলি, লকডাউনে মানবিক উদ্যোগ সচিন ভক্তদের

  • সাতচল্লিশে পা সচিন তেন্ডুকরের
  • কেক কেটে প্রিয় ক্রিকেটারের জন্মদিন পালন নয়
  • লকডাউনে দুঃস্থদের খাদ্যসামগ্রী বিলি সচিন ভক্তদের
  • নদিয়ার নবদ্বীপের ঘটনা

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কম দিন তো হল না। কিন্তু তাতে কি! জনপ্রিয়তায় এতটুকু কমেনি সচিন তেন্ডুকরের। শুক্রবার, কিংবদন্তী এই ক্রিকেটারের জন্মদিনে লকডাউনে ঘরবন্দি মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন শচিন ফ্যানস ক্লাবের সদস্যরা। নদিয়ার নবদ্বীপের ঘটনা। 

আরও পড়ুন: করোনা সচেতনতার বার্তা, রায়গঞ্জে মাস্ক পরেই পুজো নিলেন মা কালী

Latest Videos

দু'দশকেরও বেশি সময় ধরে ক্রিকেট দুনিয়ায় শাসন করেছেন তিনি। একার হাতে ভারতকে যে কত ম্যাচ জিতিয়েছেন, তা ইয়ত্তা নেই। ২০১১ সালে ধোনির বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন সচিন তেন্জুলকর। শুক্রবার সাতচল্লিশে পা দিলেন 'আধুনিক ক্রিকেটের ডন'। গত বছরও কেক কেটে প্রিয় ক্রিকেটারের জন্মদিন পালন করেছিলেন শচিন ফ্যানস ক্লাবের সদস্যরা। কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই আলাদা। করোনা আতঙ্কে সকলেই ঘরবন্দি, লকডাউনে দুর্ভোগের নেই। রোজগার বন্ধ, চরমে দুর্দশায় দিন কাটছে অনেকেরই। কিন্তু তাই বলে তো আর এমন দিনে ঘরেও বসে থাকা যায় না।  বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন সচিন ফ্যানস ক্লাবের সদস্যরা।

আরও পড়ুন: লকডাউনের বাজারে ভরসা গাছ, 'ওয়ার্ক ফ্রম ট্রি' করছেন বাঁকুড়ার যুবক

শুক্রবার কেক, বাদাম, ছোলা. চাল-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী এলাকার দুঃস্থ মানুষ ও ক্রিকেটারদের হাতে তুলে দিলেন নবদ্বীপের সচিনের ভক্তেরা। এই মহান উদ্যোগের সর্বাগ্রে ছিলেন অশোক চক্রবর্তী নামে স্থানীয় এক যুবক। সচিন ভক্ত তো বটেই, এলাকায় ক্রীড়াপ্রেমী হিসেবে পরিচিত তিনি। ক্রিকেট হোক কিংবা ফুটবল, দর্শকদের মনোরঞ্জন করতে নিয়মিত মাঠে যান অশোক। এদিন জাতীয় পতাকায় রঙ্গে শরীরকে রাঙিয়ে দুঃস্ত মানুষদের খাদ্যদ্রব্য বিলি করলেন তিনি। 

 

 

 

 

 

Share this article
click me!

Latest Videos

বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর