বিজেপিতে বিদ্রোহ, সভাপতিকে না মেনে পার্টি অফিসে তালা

Published : Nov 30, 2019, 09:58 AM ISTUpdated : Nov 30, 2019, 10:14 AM IST
বিজেপিতে বিদ্রোহ, সভাপতিকে  না মেনে পার্টি অফিসে তালা

সংক্ষিপ্ত

 নতুন বিজেপি সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ  ঘোষণা নতুন সভাপতিকে না মেনে পাল্টা দলীয় অফিসে তালা নতুন সভানেত্রী সরস্বতী চৌধুরীকে মানছি না বলে পোস্টার পোস্টার সেঁটে দেওয়া হয়েছে অফিসের দরজায় 

উত্তরপাড়া মন্ডল নির্বাচনে নিজেদের লবির লোক সভাপতি হয়নি , তাই নতুন সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ  ঘোষণা করল অন্য় গোষ্ঠীর লোকজন। নতুন সভাপতিকে না মেনে পাল্টা দলীয় অফিসে তালা মেরে দিল তারা । উত্তরপাড়া বিজেপি মন্ডল অফিসে তালা পড়েছে শুধু নয় , পাশাপাশি  নতুন সভানেত্রী সরস্বতী চৌধুরীকে মানছি না মানব না এই পোস্টার সেঁটে দেওয়া হয়েছে অফিসের দরজায় । 

বিজেপিতে বিদ্রোহ, সভাপতিকে না মেনে পার্টি অফিসে তালা

পাশেই উত্তরপাড়ার প্রবীণ বিজেপি নেতা প্রণব চক্রবর্তীকে তৃণমূলের দালাল বলে পোস্টার লাগানো হয়েছে । যদিও দলে গোষ্ঠী কোন্দলের কথা উড়িয়ে দিয়েছেন শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বোস। এ বিষয়ে তাঁর পাল্টা অভিযোগ, এসব তৃণমূলের কাজ । তিনটি উপনির্বাচনে জিতে তারা  এই সব কাজ করছে । এখানে আমাদের কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই । 

প্রশ্ন উঠেছে তাহলে তালা দিল কে ? আর পোস্টারই বা মারল কারা ? একটি সূত্র জানাচ্ছে , এখন দিকে দিকে বিজেপির সাংগঠনিক নির্বাচন হচ্ছে ।  গত সপ্তাহে উত্তরপাড়া মণ্ডলের নির্বাচন হয় । তার ফলাফল  বের হয় বৃহস্পতিবার । দেখা যায় পুরোনো মন্ডল সভাপতিকে ছেঁটে ফেলে দিয়ে নতুন সভাপতি হয়েছেন সরস্বতী দেবী । এই দেখেই বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী দলীয় অফিসে তালা লাগিয়ে দেয়। পাশাপাশি ক্ষমতাসীন দুই নেতা নেত্রীর বিরুদ্ধেও পোস্টার লাগানো হয় ।

পশ্চিমি ঝঞ্ঝা কাটলেই ডিসেম্বরে ফিরবে শীত, জানালেন আবহাওয়া বিশেষজ্ঞরা

এই ঘটনার জেরে এলাকার রাজনৈতিক মহলে তুমুল আলোড়নের সৃষ্টি হয়েছে । তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দিলীপ যাদব ঘটনাচক্রে উত্তরপাড়ারই বাসিন্দা । তিনিও এই ব্যাপারে সহমত পোষণ করেন । তাঁর বক্তব্য,  এই সব  ঘটনা বিজেপির আভ্যন্তরীন লড়াইয়ের ফলাফল।

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: আজ লোকসভায় গুরুত্বপূর্ণ অর্থবিল পেশ নির্মলা সীতারমণের, রয়েছে একগুচ্ছ কর্মসূচি
WB Weather Update: বঙ্গে জাঁকিয়ে বসেছে শীত! কুয়াশার চাদরে ঢাকবে কোন কোন জেলা? জেনে নি কী বলছে হাওয়া অফিস