২৬ জুন ভোট, গণনা-ফলপ্রকাশ কবে ? দীর্ঘ ৫ বছর পর নির্বাচন হতে চলেছে পাহাড়ে

দীর্ঘ ৫ বছর পর জিটিএ নির্বাচন হতে চলেছে পাহাড়ে। মঙ্গলবার দার্জিলিংয়ে সর্বদলীয় বৈঠক শেষে দিনক্ষণ ঘোষণা করল দার্জিলিং জেলা প্রশাসন।  

দীর্ঘ ৫ বছর পর জিটিএ নির্বাচন হতে চলেছে পাহাড়ে। মঙ্গলবার দার্জিলিংয়ে সর্বদলীয় বৈঠক শেষে দিনক্ষণ ঘোষণা করল দার্জিলিং জেলা প্রশাসন। জানা গিয়েছে, আগামী ২৬ জুন জিটিএ নির্বাচন অনু্ঠিত হতে চলেছে। ভোট গণনা এবং ফলপ্রকাশ হবে ২৯ জুন। এই মর্মে ঘোষণা করলেন নির্বাচনের দায়িত্বে থাকা, স্পেশাল অবজার্ভার। আগামী ২৭ মে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি হবে। তবে নির্বাচন নিয়ে আপত্তি তুলেছে কয়েকটি রাজনৈতিক দল। স্পেশাল অবজার্ভার এজি বর্ধন জানিয়েছেন, আগামী ২৭ তারিখ সরকারিভাবে জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে, শুরু হয়ে যাবে মনোনয়ন পর্ব।  প্রাথমিকভাবে পাহাড়ি দলগুলি রাজি হলেও পরে বিরোধীতা করেন বিমল গুরুং। আগে পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান চাই, তারপর জিটিএ নির্বাচন হবে বলে দাবি তোলেন। তাঁদের এই দাবি না মানলে অনশনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

দার্জিলিংয়ে জেলা শাসক কিংবা জিটিএ নির্বাচনের রিটার্নিং অফিসারদের দায়িত্ব সামলানো এস পূর্ণ বালামের কার্যালয়ে মঙ্গলবার পাহাড়ে সবকটি রাজনৈতিক দলকে নিয়ে বসেন তিনি। ছিলেন স্পেশাল অবজারর্ভার এজি বর্ধন। তবে এখনও জিটিএ নির্বাচনের বিরোধীতায় বৈঠক বকট করে বিজেপি, জিএনএলএফ প্রতিনিধিরা। যদিও তাঁদের আপত্তি উড়িয়ে ২৭ মে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি প্রস্তুতি নিচ্ছে সরকার। স্পেশাল অবজার্ভার এজি বর্ধন জানিয়েছেন, আগামী ২৭ তারিখ সরকারিভাবে জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে, শুরু হয়ে যাবে মনোনয়ন পর্ব। ২৭ তারিখ থেকে ৭ দিন মনোনয়ন পর্ব চলবে। তারপর প্রত্যাহার, স্কুটিনি পেরিয়ে ২৬ জুন ভোট অনুষ্ঠিত হবে। জন্য দার্জিলিং এবং কালিংপংয়ের মহাকুমা শাসককে অতিরিক্ত রির্টানিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, গণনা ও ফলপ্রকাশ হবে ২৯ জুন।

Latest Videos

আরও পড়ুন, পার্থ-পরেশ-কেষ্ট-র মোট সম্পত্তি কত ? ৫ বছরের আয়কর রির্টান জানতে চেয়ে চিঠি সিবিআই-র

আরও পড়ুন, যুবতিকে সরকারি প্রকল্পের লোভ দেখিয়ে লাগাতার ধর্ষণ, কাঠগড়ায় তৃণমূল নেতা

প্রসঙ্গত, প্রায় ৫ বছর পর জিটিএ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। জুন মাসে এই নির্বাচন হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো প্রস্তুতি শুরু হয়। নির্বাচনে প্রাথমিকভাবে পাহাড়ি দলগুলি রাজি হলেও পরে বিরোধীতা করেন বিমল গুরুং। আগে পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান চাই, তারপর জিটিএ নির্বাচন হবে বলে দাবি তোলেন। তাঁধের এই দাবি না মানলে অনশনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।এমনকি মঙ্গলবারের সর্বদল বৈঠকে নির্বাচন স্থগিত করার দাবিও তোলেন মোর্চার প্রতিনিধি।  তবে মোর্চার যাবতীয় দাবিতে কার্যত জল ঢেলে ২৬ জুনই  জিটিএ বিজ্ঞপ্তি জারির পথে এগোচ্ছে সরকার।

আরও পড়ুন, আকাশ অন্ধকার করে তুমুল বর্ষণ শুরু রাজ্যে, প্রায় ৪০ কিমি বেগে বিকেলের আগেই কালবৈশাখী দক্ষিণবঙ্গে 

Share this article
click me!

Latest Videos

'ওটা আমার জায়গা, ওকে আবার হারাব' তাপসীকে চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari on Tapasi Mondal
‘Mamata Banerjee-কে Bhabanipur-এ হারাবো, ৫ বছর যন্ত্রণা বইবেন!’ মমতাকে কটাক্ষ Suvendu Adhikari-র
Suvendu Adhikari: ‘নন্দীগ্রাম না হলে Mamata Banerjee জীবনেও মুখ্যমন্ত্রী হতেন না, ওঁকে চেনে কে!’
'পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক বেইমান মমতা' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Mamata Banerjee |
'ঠুসে দেব' শুভেন্দুকে পাল্টা মারের হুমকি TMC MLA হুমায়ূন কবীরের | Suvendu Adhikari | Humayun Kabir