'মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা হোক', হাঁসখালিকাণ্ডে বিস্ফোরক সুকান্ত

'মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হোক', হাঁসখালিকাণ্ডে বিস্ফোরক দাবি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। হাঁসখালি গণধর্ষণকাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি।

'মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হোক', হাঁসখালিকাণ্ডে বিস্ফোরক দাবি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। উল্লেখ্য হাঁসখালি গণধর্ষণকাণ্ডে উত্তাল রাজ্য। ইতিমধ্যেই হাঁসখালি গণধর্ষণকাণ্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তাল রাজ্য। কারণ মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে বলেছেন, রেপড, প্রেগন্যান্ট নাকি লাভ অ্য়াফেয়ার্স। এই মন্তব্যের পরেই বিশেষ করে উত্তাল হয়ে সারা বাংলা। হাঁসখালি গণধর্ষণের অভিযোগের ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্য অনভিপ্রেত এবং এর যথাযথযোগ্য তদন্ত হওয়া উচিত, কলকাতা হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হওয়া উচিত- এই আবেদন করেছেন এক আইনজীবী। আর এবার আরও একধাপ এগিয়ে সুর মিলিয়ে দাবি করলেন, হাঁসখালিকাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হোক।

 

Latest Videos

 

সংবাদ সংস্থা এএনআই-কে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'নির্যাতিতার চরিত্র নিয়ে উনি প্রশ্ন তুলতে পারেন না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত।নির্যাতিতা এবং তার চরিত্র নিয়ে যে ধরণের মন্তব্য করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়, তাতে বঙ্গ সমাজকে লজ্জা দিয়েছে।' প্রসঙ্গত, শ্ববাংলা মেলা প্রাঙ্গণে গিয়ে হাঁসখালির ধর্ষণকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন , হাঁসখালিতে ধর্ষণ বলবেন না কি প্রেম না অন্তঃসত্ত্বা নাকি লাভ অ্যাফেয়ার্স বলবেন। আমি পুলিশকে বলেছি, ঘটনাটি কী। ঘটনাটা অত্যন্ত খারাপ। গ্রেফতার হয়েছে। কিন্তু, শুনেছি ছেলেটির সঙ্গে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল।'

তিনি আরও বলেন, 'মেয়েটি মারা গিয়েছে ৫ তারিখে। অভিযোগ জানানো হয়েছে ১০ তারিখে। যদি কারও কোনও অভিযোগ থাকে তবে ৫ তারিখে অভিযোগ দায়ের করলেন না কেন', প্রশ্ন তোলেন মমতা। তিনি আরও বলেন,  'কাউকে কিছু না জানিয়ে নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন কী ভাবে এর তদন্ত করবে পুলিশ' পরিবারের লোকজন তৃণমূলের সদস্য হিসেবে অভিযোগ ওঠার ঘটনায় মুখ্যমন্ত্রী বলেন,'কারও বাবা-দাদা যদি তৃণমূল করে আর সেই ছেলে যদি প্রেম করে তাহলে কার কী করার আছে। বাংলার রাজ্যটায় সবাই তৃণমূল। কী করবেন বলুন। তৃণমূলকে টানার কী দরকার? তৃণমূল শুনলেই চোখে সর্ষে ফুল দেখছে।'

আরও পড়ুন, 'আমাকে বলেছিল, ধর ওকে রেপ করব', হাঁসখালিকাণ্ডে সিবিআই-র কাছে এল ভয়াবহ তথ্য

আরও পড়ুন, শান্তিকেতনে গণধর্ষণের শিকার আদিবাসী নাবালিকা, ধর্ষণের চেষ্টায় গায়ে আগুন ময়নাগুড়ির নির্যাতিতার

মমতার এই মন্তব্যের পর থেকেই বিতর্কের ঝড় রাজ্যে। ইতিমধ্যেই হাঁসখালিকাণ্ডে দুটি জনস্বার্থ মামলা হয়েছিল। তবে এবার ৩৬০ ডিগ্রি মোড় ঘুরে হাঁসখালি গণধর্ষণের অভিযোগের ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্য অনভিপ্রেত এবং এর যথাযথযোগ্য তদন্ত হওয়া উচিত, কলকাতা হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হওয়া উচিত- এই আবেদন করেছেন এক আইনজীবী। আর এবার সেই পথেরই পথিক সুকান্ত মজুমদারও।  

আরও পড়ুন, 'আরশোলা বের হলেও এখানে খবর হয়', হাঁসখালিকাণ্ড প্রসঙ্গে বলতে গিয়ে মিডিয়াকে নিশানা মমতার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia