যমের দুয়ারে 'কাঁটা' দিতে ভাইয়ের হাতে হেলমেট বোনেদের

  •  এক ভিন্ন স্বাদের ভাই ফোটার সাক্ষী হয়ে থাকল মুর্শিদাবাদের কান্দি
  • ভাইফোঁটার শুভ সময়ে ভাইদের কপালে ফোঁটা দিল বোনেরা
  •  তবে উপহার স্বরূপ অন্য কিছু নয়, দেওয়া  হল হেলমেট
  • কান্দি থানা ও পৌরসভার উদ্যোগে এই গণ ভাইফোঁটার আয়োজন 
     

মঙ্গলবার এক ভিন্ন স্বাদের ভাই ফোটার সাক্ষী হয়ে থাকল মুর্শিদাবাদের কান্দি। এদিন ভাইফোঁটার শুভ সময়ে ভাইদের কপালে ফোঁটা দিল বোনেরা। তবে উপহার স্বরূপ অন্য কিছু নয়, দেওয়া  হল হেলমেট।  ভাইদের মঙ্গল কামনায় জীবন সুরক্ষিত করে যমের দুয়ারে 'কাঁটা' দিতে ভাইদের হাতে 'হেলমেট' তুলে দিল বোনেরা। কান্দি থানা ও পৌরসভার উদ্যোগে এই গণ ভাইফোঁটার আয়োজন করা হয় কান্দি থানার চত্বরে। 

এদিন এই গণ ভাইফোঁটায় অংশ নেন কান্দি থানার আইসি অরুপ রায় ছাড়াও কান্দি পৌরসভার প্রধান অপূর্ব সরকার। সঙ্গে ছিলেন কান্দি অলকেন্দুবোধ নিকেতনের বিশেষ চাহিদা সম্পন্ন আবাসিক ও বিজয়েন্দু মেমোরিয়ালের অনাথ শিশুরা।  মূলত বিশেষ চাহিদা সম্পন্ন আবাসিক ও অনাথ শিশুদের এই অনুষ্ঠানে সামিল করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের সকল শ্রেণির মানুষকে ভাতৃত্বের বন্ধনে অবদ্ধ করা হয়। এই অনুষ্ঠানের বিষয়ে অপূর্ব সরকার বলেন, এই ভাই ফোঁটাকে ব্যতিক্রমী করে তুলতেই আমাদের এই ভাবনা। বোনেদের হাত দিয়ে এই ধরনের উপহারের মাধ্যমে মানুষের জীবন নিরাপদ রাখতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী দিনে বাকিরাও আমাদের অনুসরণ করুন এটাই আমাদের লক্ষ্য।
 

Latest Videos

Share this article
click me!

Latest Videos

'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari