নদিয়া থেকে নিখোঁজ উচ্চমাধ্যমিক ছাত্র, গৃহশিক্ষকের বাড়ি যেতে গিয়ে আর ফিরল না

Published : Feb 28, 2020, 05:06 PM IST
নদিয়া থেকে নিখোঁজ উচ্চমাধ্যমিক ছাত্র,  গৃহশিক্ষকের বাড়ি যেতে গিয়ে আর ফিরল না

সংক্ষিপ্ত

রহস্যজনকভাবে নিখোঁজ হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী  গৃহশিক্ষকের বাড়ী যাওয়ার জন্য বেরিয়ে সে আর ফেরেনি  নদিয়ার চৌমাহা গ্রামের দ্বাদশ শ্রেণীর ছাত্রের নাম আবিদ শেখ   নাকাসশিপাড়া থানায় গিয়েও সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় পরিবার   

গৃহশিক্ষকের বাড়ী যাওয়ার জন্য বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পাঁচ দিন ধরে পুলিশের কাছে গিয়েও ছেলের সন্ধান না মেলায় চরম দুশ্চিন্তায় পরিবার। ইতিমধ্য়েই ওই এলাকায় নেমেছে শোকের ছায়া।

আরও পড়ুন, পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পোস্টারে ঢাকল পুরসভা

সূত্রের খবর,নদিয়ার নাকাসশিপাড়া থানার চৌমাহা গ্রামের বাসিন্দা দ্বাদশ শ্রেণীর ছাত্র আবিদ শেখ গত ২৪তারিখ গৃহশিক্ষকের কাছে যাওয়ার জন্য বাড়ী থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। গত ২৫তারিখ পরিবারের তরফে নাকাশিপাড়া থানায় ছেলের নিখোঁজ ডায়েরী করা হয়। কিন্তু পাঁচ দিন কেটে গেলেও  এখনো সন্ধান মেলেনি ওই নিখোঁজ ছাত্রের।পরিবারের দাবী,অবিলম্বে পুলিশ ওই ছাত্রেকে খুঁজে বার করুক। এদিকে সামনেই ১২ মার্চ থেকেই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক। টানা ষোলো দিন ধরে চলবে পরীক্ষা। ২৭ মার্চ শেষ পরীক্ষা। আর তার আগেই ছেলের নিখোঁজ হওয়া নিয়ে খুবই ভেঙে পড়েছেন ওই পরিবার।

আরও পড়ুন, ছেলের সহপাঠিনী-কে খুন করেছিল মা, হাওড়া আদালত দিল যাবজ্জীবনের সাজা

অপরদিকে,  নাকাসশিপাড়া থানার পুলিশ এই ঘটনায় তদন্তের ভার নিয়েছে। কিন্তু পুলিশের তরফে এখনও অবধি নিখোঁজ ছেলের কোনও খবর না পেয়ে স্বাভাবিকভাবেই বাক্য়হারা হয়েছেন ওই পরিবার। এই ঘটনায় রীতিমত চিন্তায় চৌমাহা গ্রামের বাসিন্দারা।

আরও পড়ুন, নবীন পট্টনায়েকের দেওয়া মধ্যাহ্নভোজে মুখোমুখি অমিত-মমতা, অধরাই থাকল এনআরসি-এনপিআর

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি