ঝড়ে লন্ডভন্ড আরামবাগ, মৃত ১, আহত কমপক্ষে ৩

  • বূুধবারের ঝড়ে বিপর্যস্ত আরামবাগ 
  • আমফান যে ক্ষতি করতে পারেনি
  • বুধবারের কালবৈশাখী তা করলো
  • ঝড়ে মৃত ১, আহত কমপক্ষে ৩

Sabuj Calcutta | Published : May 28, 2020 6:25 AM IST / Updated: May 28 2020, 01:03 PM IST

পূর্বাভাস ছিলো ঠিকইকিন্তু তাই বলে ঘণ্টায় ৯৬ কিলোমিটার বেগে ধেয়ে আসা বুধবারের কালবৈশাখী ঝড় যে আমফানের স্মৃতিকে উসকে দেবে, তা কেউ ভাবতে পারেনি। 

আরও পড়ুন- ৯৬ কিলোমিটারের ঝড় বইল কলকাতায়, ফিরল আমফানের আতঙ্ক

আরও পড়ুন- আমফান মোকাবিলায় আর্থিক সাহায্য কেকেআরের, শহরজুড়ে বৃক্ষরোপণ করবে কিং খানের দল 

আরও পড়ুন- সাতদিন পরও উত্তর-পূর্বে ভেল্কি দেখাচ্ছে ঘূর্ণিঝড় আমফান, মেঘালয়ে বিপর্যস্ত ৫.২ লক্ষ মানুষ

মিনিট পনোরের বেশি স্থায়ী হয়নি, তবুও প্রবল গতিবেগ ছিলো এদিনের ঝড়েরআমফানের পরেও যেসব গাছগাছালি বেঁচেবর্তে ছিলো, এদিন সেগুলোও সব উপড়ে পড়েছেসেইসঙ্গে উপড়ে পড়েছে অসংখ্য়  বৈদ্য়ুতিক খুঁটিবিভিন্ন জেলায় ভেঙে পড়েছে অসংখ্য় মাটির বাড়িঝড়ে রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে হুগলির আরামবাগ।  সেখানে গাছের ডাল ভেঙে এক মুরগি ব্য়বসায়ীর মৃ্ত্য়ু হয়েছেআহত হয়েছেন কমপক্ষে তিনজনস্থানীয়রা জানাচ্ছেন, আমফান টের পাননি, কিন্তু বুধবারের ঝড়ে তাঁরা সর্বস্বাস্তএলাকার বহু জায়গায় উপড়ে পড়েছে গাছউপড়ে পড়েছে বিদ্য়ুতের খুঁটিমাটির ঘর ভেঙে পড়েছেভেঙে পড়েছে টালির ঘরওপুলিশ জানিয়েছে, মৃত মুরগী ব্য়বসায়ীর নাম লালমোহন রায় গুপ্ত, বয়স ৪০আরামবাগের হরাদিত্য় গ্রামের বাসিন্দা তিনি।  বুধবার সন্ধেবেলায় ঝড়ের সময়ে বাড়ির সামনের একটি গাছের ডাল তাঁর মাথায় ভেঙে পড়ে গুরুতর জখম অবস্থায়  হাসপাতালে নিয়ে যাওয়া হলে   চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেনঝড়ে আহত হন ওই গ্রামেরই দুজন বাসিন্দাজানা গিয়েছে, ঝড়ের সময়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন আবুল ফজল নুরবাগপথে বাসুদেবপুর মোড়ের কাছে একটি গাছ ভেঙে পড়ে তাঁর মাথার ওপরগুরুতর জখম হন তিনিহাসপাতালে নিয়ে গেলে ২২টি সেলাই পড়ে মাথায়

Share this article
click me!