তৃণমূলের টিকিটে দাঁড়ানো মা হারল নির্দল ছেলে, কোচবিহারের ঘটনায় সাড়া পড়েছে রাজনৈতিক মহলে

শাসক দলের অস্বস্তি বজায় রেখে ভালো ফল করেছে নির্দলেরা। যদিও গোটা রাজ্যে যত নির্দল প্রার্থী ভোটে জিতেছেন তাদের বেশিরভাগই আবার বিক্ষুব্ধ তৃণমূল বলেই এলাকায় পরিচিত।

গোটা রাজ্যেই পৌরসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ফের ক্ষমতায় ফিরেছে শাসক তৃণমূল। এমনকি ঘাসফুল ঝড়ে কার্যত বিরোধী শূন্য অবস্থা গোটা রাজ্যের।যদিও এতকিছুর মধ্যেও শাসক দলের অস্বস্তি বজায় রেখে ভালো ফল করেছে নির্দলেরা। যদিও গোটা রাজ্যে যত নির্দল প্রার্থী ভোটে জিতেছেন তাদের বেশিরভাগই আবার বিক্ষুব্ধ তৃণমূল বলেই এলাকায় পরিচিত। পুরভোটের টিকিট না পেয়েই তারা নির্দল প্রার্থী হন। এবার পুরভোটের রাজনীতিতে ব্যতিক্রমী ছবি ধরা পড়েছে। ক্ষমতা দখলের লড়াই মুখোমুখি দাঁড় করিয়েছিল মা ও ছেলেকে। আর সেই লড়াইয়ে মাকে হারিয়ে জয়ী হলেন ছেলে। এই ঘটনা ঘটেছে কোচবিহারের ২ নম্বর ওয়ার্ডে। সেখানে নিজের মা তথা তৃণমূলের মিনা তরকে ৬১১ ভোটে হারিয়েছেন নির্দল প্রার্থী উজ্জ্বল তর।

 এদিকে কিছুদিন আগে পর্যন্ত জোড়াফুলেরই সক্রিয় সদস্য ছিলেন তাঁর ছেলে উজ্জ্বল তর। এলাকাতে বেশ ভালোই দাপট রয়েছে তাঁর। কিন্তু পুরভোটে শুধু মীনাকেই টিকিট দেয় তৃণমূল। টিকিট পাননি উজ্জ্বল। তারপরেই জ্বলে ওঠে ক্ষোভের আগুন। তাতেই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। এরপরই মা ও ছেলের ভোটের লড়াইয়ে কে জয়ীকে হবে জানার জন্য এদিন সকাল থেকে কোচবিহারের দু'নম্বর ওয়ার্ডে ভোটের ফলাফলের ওপর নজর ছিল কৌতুহলী মানুষের। বুধবার ফলাফল প্রকাশের পর দেখা গেল, মাকে হারিয়ে দিয়েছেন তিনি। এই ঘটনা সাড়া ফেলে দিয়েছে বাংলার রাজ্য-রাজনীতির বুকে। 

Latest Videos

আরও পড়ুন- শুরু ফলপ্রকাশের কাউন্টডাউন, কার হাতে যাচ্ছে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ

আরও পড়ুন- কার দখলে কৃষ্ণনগর, রাত পোহালেই ফলপ্রকাশ

আরও পড়ুন- কার দখলে যাচ্ছে নবদ্বীপ পৌরসভা, শুরু কাউন্টডাউন

এদিকে জয় প্রসঙ্গে বলতে গিয়ে নির্দল প্রার্থী উজ্জ্বল তর বলেন, ‘”মা ছেলের কোনও ব্যাপার নেই৷ আমাকে কথা দিয়ে তৃণমূলের একাংশের নেতার প্রতিশ্রুতি রাখেননি। আজ ভোটাররা তাঁদের জবাব দিয়ে দিল। এত চাপের মধ্যেও আমাকে জিতিয়েছে। আসলে ২ নম্বর ওয়ার্ডের মানুষ উজ্জ্বলকে চেয়েছেন। দলকে হারিয়েছি৷ দলীয় নেতৃত্ব বুঝুক, যাঁরা আমাকে টিকিট দেয়নি৷” অপরদিকে ফল বেরনোর পর তৃণমূল প্রার্থী তথা বিগত বোর্ডের পৌর প্রশাসক মীনা তর বলেন, “জনতা যা রায় দিয়েছে, তা মাথা পেতে নিচ্ছিল” অন্যদিকে মা নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়ানোয় ছেলেকে বহিষ্কার করেছিল তৃণমূল। ভোটে জিতে জবাব দিলেন মা। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে ঘটেছে এই ঘটনা। যা নিয়ে পড়েছে সাড়া। জয়ী হয়েছেন নির্দল প্রার্থী সুনীতি হালদার। তিনি নির্দল হয়ে ভোটে লড়ায়, তাঁর ছেলে তৃণমূলের ওয়ার্ড সভাপতি মনোজ হালদারকে দল থেকে বহিষ্কার করা হয়। যা নিয়ে জোর চর্চা শুরু হয় জেলার রাজনৈতিক মহলে।

Share this article
click me!

Latest Videos

ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M