করোনা সংক্রমণে বিপদ বাড়ছে। বাঁকুড়ায় এবার ফতোয়ার মুখে পড়লেন খোদ রাজ্যর সশস্ত্র পুলিশকর্মীরা! অভিযোগের তির তৃণমূল পরিচালিত শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে। ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: বাড়িতে আগুন লাগিয়ে সাতজনকে 'পুড়িয়ে মারা'র চেষ্টা, আতঙ্ক ছড়াল টিটাগড়ে
যতদিন যাচ্ছে, পরিস্থিতি ততই ঘোরালো হচ্ছে। লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যের সর্বত্রই। সংক্রমণ রুখতে সপ্তাহে দু'দিন পুরোদস্তুর লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাধারণ মানুষ যখন গৃহবন্দি, তখন কর্তব্যের খাতিরে রাস্তায় নেমেছেন পুলিশকর্মীরা। ফলে যা হওয়ার, তাই হচ্ছে। করোনায় আক্রান্ত হচ্ছেন উর্দিধারীরাও।
জানা গিয়েছে, বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ঘুটগড়িয়া এলাকায় সশস্ত্র পুলিশবাহিনীর দুটি ব্যাটেলিয়নে করোনা সংক্রমণ ছড়িয়েছে ব্য়াপক হারে। এলাকায় আতঙ্কও ছড়িয়েছে যথেষ্টই। আর সেই সুযোগে আসরে নেমেছেন তৃণমূল পরিচালিত শ্রমিক ইউনিয়নের সদস্যরা। অভিযোগ, বুধবার বিকেলে এলাকায় রীতিমতো মাইক নিয়ে প্রচার চালানো হয় যে, স্থানীয় ব্যবসায়ীরা সশস্ত্র পুলিশকর্মীদের সরাসরি কোনও পণ্য় বিক্রি করতে পারবেন না। অর্ডার নিয়ে সশস্ত্র পুলিশবাহিনীর ক্যাম্পাসের বাইরে রেখে আসতে হবে পণ্য। শুধু তাই নয়, কোনও ব্যবসায়ী যদি এই নিয়ম না মানেন, সেক্ষেত্রে এলাকায় অশান্তি হতে পারে বলে সতর্ক করা দেওয়া হয়েছে আইএনটিটিইউসি-র তরফে।
আরও পড়ুন: শহরবাসীর প্রাণ বাঁচালেন ইবি-র অফিসারেরা, উদ্ধার ১৪০০ লিটার ভেজাল স্যানিটাইজার, গ্রেফতার ২
এদিকে আবার এই ঘটনাটি ভিডিওটিও ভাইরাল হয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, করোনা যুদ্ধে একেবারেই সামনের সারি দাঁড়িয়ে লড়াই করছেন পুলিশকর্মীরা। তাঁদের প্রতি শাসকদলের শ্রমিক সংগঠনের আচরণ অত্যন্ত নিন্দনীয়। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব।