Amit Shah In Bengal: লক্ষ্য পুরভোট, নতুন বছরেই রাজ্যে আসতে পারেন শাহ-নাড্ডা

ভোটের প্রচারের জন্য়ই জানুয়ারিতে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে শুধুমাত্র অমিত শাহই নন, আসার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারও।

বছর ঘুরলেই নির্বাচন (Election) রাজ্যে। ২২ জানুয়ারি রাজ্যের চারটি পুরনিগম চন্দননগর, বিধাননগর, শিলিগুড়ি ও আসানসোলে ভোট হবে। আর সেই ভোটের প্রচারের জন্য়ই জানুয়ারিতে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে শুধুমাত্র অমিত শাহই নন, আসার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারও (JP Nadda)। পুরভোটের প্রচারের (Municipal Election Campaign) পাশাপাশি জনসভাও করতে পারেন তাঁরা। 

আসলে একুশের বিধানসভা (Assembly Election) নির্বাচনে সর্ব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। সেই সময় মাঝে মধ্যেই রাজ্যে আসতে দেখা যেত বিজেপির (BJP) প্রথম সারির নেতাদের। এমনকী, সেই সময় রাজ্যে এসে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) থেকে শুরু করে অমিত শাহ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী সহ আরও অনেকে। কিন্তু, সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়লেও তার তেমন প্রভাব পড়েনি রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলে। রাজ্যে সরকার গড়ার লক্ষ্য থাকলেও মাত্র ৭৭টি আসন জেতার পরই তাঁদের থামতে হয়েছিল। আর সেখানে বিপুল ভোট পেয়ে ফের ক্ষমতায় আসে তৃণমূল। এরপর কলকাতা পুরভোটেও ভালো ফল করতে পারেনি বিজেপি। হারিয়েছে একাধিক জেতা ওয়ার্ড। মাত্র তিনটি ওয়ার্ডই ধরে রাখতে পেরেছে তারা। আর সেই কারণে বাকি পুরসভার ভোটের আগেই রাজ্যে আসতে চলেছেন নাড্ডা ও অমিত শাহ।  

Latest Videos

আরও পড়ুন- দলে যোগ দিতে চাইলেই আর যোগ দেওয়া যাবে না, বয়সের উর্ধ্বসীমা বেঁধে দিল সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ

জানা গিয়েছে, ১০ জানুয়ারি সাংগঠনিক বৈঠক করতে পারেন নাড্ডা। আর ৩১ জানুয়ারি সভা করতে পারেন অমিত শাহ। সূত্রের খবর, বিজেপির রাজ্য পদাধিকারীদের বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় নেতা বিএল সন্তোষ। সম্প্রতি রাজ্য স্তরে অনেক পরিবর্তন এনেছে বিজেপি। একাধিক রদবদল করা হয়েছে। সম্প্রতি নতুন রাজ্য কমিটি ঘোষণা হয়েছে, বদল হয়েছে জেলা সভাপতি স্তরেও। আর পুরভোটের আগে সংগঠনকে চাঙ্গা করতেই এবার রাজ্যে আসছেন তাঁরা। 

আরও পড়ুন- ইচ্ছাকৃত ফেক নিউজ ছড়াচ্ছেন মমতা, গুরুতর অভিযোগ শুভেন্দুর

সূত্রের খবর, নতুন বছরের শুরুতেই রাজ্যে আসতে পারেন জেপি নাড্ডা। দু-একদিন সেখানে থাকবেন তিনি। বিভিন্ন জেলায় সফরও করতে পারেন। আসলে জেলায় গিয়ে সাংগঠনিক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। অন্যদিকে, অমিত শাহ আসতে পারেন জানুয়ারির শেষে। উত্তরবঙ্গে যেতে পারেন তিনি। ২০২৪ সালে লোকসভা ভোট। সেই ভোটের জন্য এখন থেকেই বিভিন্ন রাজ্যে প্রস্তুতি শুরু করতে চাইছে বিজেপি। কিন্তু, রাজ্যে বিজেপির অবস্থা খুব একটা ভালো নয়। কলকাতা পুরভোটেও মোট ভোট প্রাপ্তির নিরিখে তাদের পিছনে ফেলে দিয়েছে বামেরা। আর এই পরিস্থিতিতে দলের কর্মীদের যাতে মনোবল ভেঙে না যায় সেই কারণেই রাজ্যে আসছেন শাহ-নাড্ডা। তাঁদের এই সফর সংগঠনকে কিছুটা টাটকা বাতাস দিতে পারবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury