সরকারি ভাতা নিয়েও প্রাইভেটে চিকিৎসা, ১৯ চিকিৎসককে স্বাস্থ্যভবনের তলব

আগামী ১২ ও ২০ ফেব্রুয়ারি স্বাস্থ্যভবনে তলব করা হয়েছে ওই ১৯ জন চিকিৎসকে । তদন্ত কমিটির সামনে শুনানিতে হাজিরা দেওয়ার জন্য তাদের বলা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, চিকিৎকরা প্রত্যেকেই ক্লাস–১ গেজেটেড পদমর্যাদার আধিকারিক।

সরকারি ভাতা নিয়ে বেসরকারি জায়গায় প্রাইভেট প্র্যাকটিস করছেন, ১৯ জন চিকিৎসকের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে । এই চিকিৎসকরা বাইরে যে জায়গায় চিকিৎসা করছেন তার প্রমাণ মিলেছে বলে জানা গিয়েছে । অভিযোগ, স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে বেশ কয়েকজনের অস্ত্রোপচারে এই চিকিৎসকদের নাম রয়েছে। বিষয়টি সামনে আসতেই স্বাস্থ্য দফতর এই ১৯ জন চিকিৎসককে তলব করেছে । বলা হয়েছে চিকিৎসকদের বিশেষ কমিটির সামনে হাজিরা দিতে ।

যে সব সরকারি চিকিৎসদের বাইরে রোগী দেখার অনুমতি নেই , তাঁদের সরকারের তরফ থেকে নন–প্র্যাকটিসিং অ্যালাউয়েন্স দেওয়া হয়। কিন্তু তা স্বত্তেও অনেকেই লুকিয়ে প্রাইভেটে রোগী দেখেন বলে অভিযোগ শোনা যায় । আর অবার নন-প্র্যাক্টিসিং অ্যালাউয়েন্স নিয়েও প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে ১৯ জন সরকারি চিকিৎসক স্বাস্থ্য দপ্তরের নজরে এলেন।এর ছাড়াও আরও কত জন সরকারি চিকিৎসক এমন কাণ্ড করছেন তা নিয়ে অনুসন্ধান শুরু করেছে স্বাস্থ্যভবন।

Latest Videos

আগামী ১২ ও ২০ ফেব্রুয়ারি স্বাস্থ্যভবনে তলব করা হয়েছে ওই ১৯ জন চিকিৎসকে । তদন্ত কমিটির সামনে শুনানিতে হাজিরা দেওয়ার জন্য তাদের বলা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, চিকিৎকরা প্রত্যেকেই ক্লাস–১ গেজেটেড পদমর্যাদার আধিকারিক। এই চিকিৎসকদের মধ্যে ১৭ জন বিশেষজ্ঞ মেডিক্যাল অফিসার রয়েছেন । এবং বাকি দুজনের মধ্যে একজন করে ব্লক স্বাস্থ্য আধিকারিক ও সিনিয়র রেসিডেন্ট (এসআর)।

জানা গিয়েছে, এই সব কটি কিন্তু নন–প্র্যাকটিসিং পোস্ট। আর সেই কারণের জন্যে ওই সব চিকিৎসক নন–প্র্যাকটিসিং অ্যালাউয়েন্সও পেয়ে থাকেন। মূলতঃ যা তাদের মূল বেতন বা বেসিক পে–র ৩০ শতাংশ।  অভিযোগ ওঠেছে, এই সরকারি ভাতা নেওয়ার পরেও ওই ১৯ জন চিকিৎসক নিজেদের পছন্দের নার্সিংহোম অথবা বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পরিষেবা দেন। প্রথম দিনে ৯ জন চিকিৎসক এবং দ্বিতীয় দিনে ১০ জন চিকিৎসককে তলব করা হয়েছে ৷ সঙ্গে বেসরকারি ক্ষেত্রে প্র্যাক্টিস সংক্রান্ত সরকারি ছাড়পত্রের নথি এবং শেষ মাসের বেতনের স্লিপ নিয়ে যেতে নির্দেশ দিয়েছে তদন্ত কমিটি ৷

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'পাপ দূর হয়েছে, হলদিয়ার BJP কর্মীরা আজ খুশি' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari
‘Mamata Banerjee কারোর নয় ভোটের জন্য Hindu-Muslim করেন’ চরম তুলোধোনা Adhir Ranjan Chowdhury-র
Shankar Ghosh : বিধানসভার বাইরে মমতার বিরুদ্ধে গর্জে উঠলেন শঙ্কর ঘোষ, দেখুন কী বলছেন তিনি
‘পিতৃপরিচয় সঠিক থাকলে আমাকে ছুঁয়ে দেখাক!’ Suvendu Adhikari-র সরাসরি চ্যালেঞ্জ Humayun Kabir-কে
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের