সরকারি ভাতা নিয়েও প্রাইভেটে চিকিৎসা, ১৯ চিকিৎসককে স্বাস্থ্যভবনের তলব

Published : Feb 08, 2025, 03:51 PM IST
Bihar AYUSH Doctors Recruitment 2024

সংক্ষিপ্ত

আগামী ১২ ও ২০ ফেব্রুয়ারি স্বাস্থ্যভবনে তলব করা হয়েছে ওই ১৯ জন চিকিৎসকে । তদন্ত কমিটির সামনে শুনানিতে হাজিরা দেওয়ার জন্য তাদের বলা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, চিকিৎকরা প্রত্যেকেই ক্লাস–১ গেজেটেড পদমর্যাদার আধিকারিক।

সরকারি ভাতা নিয়ে বেসরকারি জায়গায় প্রাইভেট প্র্যাকটিস করছেন, ১৯ জন চিকিৎসকের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে । এই চিকিৎসকরা বাইরে যে জায়গায় চিকিৎসা করছেন তার প্রমাণ মিলেছে বলে জানা গিয়েছে । অভিযোগ, স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে বেশ কয়েকজনের অস্ত্রোপচারে এই চিকিৎসকদের নাম রয়েছে। বিষয়টি সামনে আসতেই স্বাস্থ্য দফতর এই ১৯ জন চিকিৎসককে তলব করেছে । বলা হয়েছে চিকিৎসকদের বিশেষ কমিটির সামনে হাজিরা দিতে ।

যে সব সরকারি চিকিৎসদের বাইরে রোগী দেখার অনুমতি নেই , তাঁদের সরকারের তরফ থেকে নন–প্র্যাকটিসিং অ্যালাউয়েন্স দেওয়া হয়। কিন্তু তা স্বত্তেও অনেকেই লুকিয়ে প্রাইভেটে রোগী দেখেন বলে অভিযোগ শোনা যায় । আর অবার নন-প্র্যাক্টিসিং অ্যালাউয়েন্স নিয়েও প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে ১৯ জন সরকারি চিকিৎসক স্বাস্থ্য দপ্তরের নজরে এলেন।এর ছাড়াও আরও কত জন সরকারি চিকিৎসক এমন কাণ্ড করছেন তা নিয়ে অনুসন্ধান শুরু করেছে স্বাস্থ্যভবন।

আগামী ১২ ও ২০ ফেব্রুয়ারি স্বাস্থ্যভবনে তলব করা হয়েছে ওই ১৯ জন চিকিৎসকে । তদন্ত কমিটির সামনে শুনানিতে হাজিরা দেওয়ার জন্য তাদের বলা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, চিকিৎকরা প্রত্যেকেই ক্লাস–১ গেজেটেড পদমর্যাদার আধিকারিক। এই চিকিৎসকদের মধ্যে ১৭ জন বিশেষজ্ঞ মেডিক্যাল অফিসার রয়েছেন । এবং বাকি দুজনের মধ্যে একজন করে ব্লক স্বাস্থ্য আধিকারিক ও সিনিয়র রেসিডেন্ট (এসআর)।

জানা গিয়েছে, এই সব কটি কিন্তু নন–প্র্যাকটিসিং পোস্ট। আর সেই কারণের জন্যে ওই সব চিকিৎসক নন–প্র্যাকটিসিং অ্যালাউয়েন্সও পেয়ে থাকেন। মূলতঃ যা তাদের মূল বেতন বা বেসিক পে–র ৩০ শতাংশ।  অভিযোগ ওঠেছে, এই সরকারি ভাতা নেওয়ার পরেও ওই ১৯ জন চিকিৎসক নিজেদের পছন্দের নার্সিংহোম অথবা বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পরিষেবা দেন। প্রথম দিনে ৯ জন চিকিৎসক এবং দ্বিতীয় দিনে ১০ জন চিকিৎসককে তলব করা হয়েছে ৷ সঙ্গে বেসরকারি ক্ষেত্রে প্র্যাক্টিস সংক্রান্ত সরকারি ছাড়পত্রের নথি এবং শেষ মাসের বেতনের স্লিপ নিয়ে যেতে নির্দেশ দিয়েছে তদন্ত কমিটি ৷

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর