রমরমিয়ে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ১৭টি দেশের নানা পণ্যের সম্ভারে জমজমাট সায়েন্স সিটি

হরেক মেলা, হরেক রং, হরেক জিনিসের পসরায় কলকাতায় জমে ওঠে শীতকাল। তবে তিলোত্তমায় এই মেলার মধ্যে যদি মেলে আন্তর্জাতিকতার ছোঁয়া! তবে কেমন হয়। সেই ছোঁয়া পেতেই ঘুরে আসুন সায়েন্স সিটিতে চলা ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার থেকে।

Parna Sengupta | Published : Dec 31, 2023 5:12 PM
110

শীতকালে সায়েন্স সিটি মোটামুটি সব বাঙালি আর কলকাতায় ঘুরতে আসা পর্যটকদের কাছে মাস্ট ডেস্টিনেশন। আর সেখানে এখন গেলে সোনায় সোহাগা। সেখানে চলছে ২২তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার।

210

লেবানন থেকে আফগানিস্তান, ইরাক থেকে মিশর-কারা নেই সেই মেলায়। এ যেন সব পেয়েছির দেশ। স্ফিংসের মূর্তি থেকে আফগানিস্তানের ড্রাই ফ্রুটস এক ছাদের তলায়।

310

এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের বাণিজ্য ও উদ্যোগ এবং নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগ শশী পাঁজা, দমকল মন্ত্রী সুজিত বোস, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস প্রমুখ।

410

ডিসেম্বরের শীতে কলকাতার হাতের নাগালে গোটা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা দুর্দান্ত সব পণ্য! মিশর, লেবাননের মতো মধ্যপ্রাচ্যের দেশ থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন দেশ, তুরস্ক, দুবাই, আফগানিস্তান-সব দেশ পসরা সাজিয়ে বসেছে এখানে।

510

২২ তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। তার সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যের জিনিসপত্র তো আছেই৷ কলকাতার সায়েন্স সিটিতে বসেছে এই দুর্দান্ত বাণিজ্য মেলা। আয়োজনে দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স এবং জি এস মার্কেটিং অ্যাসোসিয়েশন।

610

আইআইএমটিএফ–কে পূর্ব ভারতের বৃহত্তম বাণিজ্য মেলা বলা যায়। দেশের মধ্যে তার স্থান দ্বিতীয়। আগামী ১ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে।

710

গত ১৫ ডিসেম্বর শুরু হয়েছে মেলা। চলবে ১ জানুয়ারি পর্যন্ত। ১৭টি দেশ থেকে আসা পণ্যের পাশাপাশি এই মেলায় রয়েছে ভারতের ২২টি রাজ্য থেকে আসা জিনিসপত্রের দারুণ সম্ভার।

810

এক লক্ষের বেশি পণ্যের বিভিন্নতা নিয়ে ১৭টি দেশ হাজির হয়েছে মেলা প্রাঙ্গণে। কী নেই সেখানে। শুকনো ফল, গয়না, প্রক্রিয়াজাত খাবার, চামড়াজাত পণ্যের সম্ভার রয়েছে এখানে।

910

এছাড়াও রয়েছে হস্তশিল্প পণ্য, তাঁত, জামা কাপড়, টেক্সটাইল পণ্য, আসবাবপত্র, শিল্পকর্ম, লাইফস্টাইল পণ্য, ফিটনেস এবং স্বাস্থ্যের জিনিসপত্র, রান্নাঘর, যন্ত্রপাতি, চিমনি ইত্যাদি।

1010

গয়নাগাঁটি, ড্রাই ফ্রুটস, চামড়ার জিনিসপত্র, জামাকাপড়, ফার্নিচার, হস্তশিল্প থেকে শুরু করে রান্নাঘরের সামগ্রী- কী নেই এই মেলায়! আর তো বেশিদিন নেই। পয়লা জানুয়ারির হালকা শীতের ওম নিয়ে একবার ঘুরে আসতে পারেন এই মেলা থেকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos