'শহরের উষ্ণতম দিনে' বড়দিন? আগামী কয়েকদিনে বাড়তে চলেছে তাপমাত্রা

ঠান্ডা উপভোগ করছে কলকাতা আর জেলা। পশমের চাদরে নিজেকে মুড়ে হালকা ওমে দিন কাটছে ডিসেম্বরের মাঝ সপ্তাহের। তবে এবার বোধহয় আরেকটু গরম বাড়তে চলেছে। তেমনই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Parna Sengupta | Published : Dec 19, 2023 8:58 PM
17

শীতবিলাসীদের জন্য খুব একটা সুখবর শোনাল না আলিপুর আবহাওয়া দফতর। কারণ, ২৫ ডিসেম্বরের আগে, আগামী কয়েক দিন তাপমাত্রা একটু বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

27

হাওয়া অফিস জানাচ্ছে স্বাভাবিকের উপরে উঠতে পারে তাপমাত্রা। সে ক্ষেত্রে গত সপ্তাহের থেকে ঠান্ডার যে ঝোড়ো ইনিংস দেখেছিল রাজ্য, আগামী কয়েক দিনে তা ধাক্কা খেতে পারে।

37

ঠান্ডার চেনা আমেজ কি মিলবে বড়দিনে? আমবাঙালির এই প্রশ্নের উত্তর মিলল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে। বলা হচ্ছে তাপমাত্রা বাড়তে পারে।

47

মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, ডিসেম্বরের এই সময়ের নিরিখে যা স্বাভাবিক বলে জানিয়েছে হাওয়া অফিস। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

57

উত্তরের জেলাগুলির মধ্যে সব চেয়ে বেশি পারদ পতন হয়েছে দার্জিলিঙে (সর্বনিম্ন ৪.৮ ডিগ্রি)। তার পরেই কালিম্পং (সর্বনিম্ন ৯.৪ ডিগ্রি)। দক্ষিণবঙ্গে পারদ পতনের নিরিখে বীরভূমের শ্রীনিকেতন (সর্বনিম্ন ১০.৮ ডিগ্রি)-কে হারিয়ে দিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর (১০.৫ ডিগ্রি)।

67

হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আগামী কয়েক দিনে তাপমাত্রা ফের একটু একটু করে বাড়বে।

77

আগামী রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রিতে পৌঁছতে পারে। তবে তার জন্য শীত উপভোগে বিশেষ অসুবিধা হবে না বলে আশ্বাস দিয়েছে আলিপুর।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos