একবার চালু হয়ে গেলে, এই স্টেশনটি আগামী দিনে হাজার হাজার যাত্রী, পর্যটক এবং অফিসগামীদের পরিষেবা দিতে চলেছে। কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত সাড়ে চার কিলোমিটার অংশে রয়েছে কবি সুভাষ (নিউ গড়িয়া), সত্যজিৎ রায় (হাইল্যান্ড পার্ক), জ্যোতিরিন্দ্র নন্দী (মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি), কবি সুকান্ত (অভিষিক্তা মোড়) ও হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) স্টেশন।