কারা পাবেন এই বকেয়া ডিএ? বকেয়ার হিসাব নির্ধারিত হয়েছে 5th Pay Commission অনুযায়ী।
যারা ২০০৯ সালের ১ জুলাই থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে ছিলেন, তারা পুরো বকেয়া পাবেন।
অবসরে যাওয়া কর্মীরাও তাদের অবসরের সময় পর্যন্ত ডিএ পাবেন।
এমনকি যারা ২০০৯ সালের আগে অবসর নিয়েছেন, তারাও কিছুটা বকেয়া পাবেন অবসরকালীন বেসিকের ভিত্তিতে।