বড় ঘোষণা নবান্নের! কয়েক মাসের মধ্যেই রাজ্যে ৪৪,২০৩ শিক্ষক নিয়োগ! কীভাবে আবেদন? দেখে নিন

Published : May 28, 2025, 11:38 AM IST

নবান্নের বড় ঘোষণা। রাজ্যে হতে চলেছে শিক্ষক নিয়োগ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার জেরে গোটা প্যানেল বাতিল হওয়ার পর ফের রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করছে। এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ৪৪,২০৩ শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে।

PREV
111

সরকারি (Government Job) হোক বা বেসরকারি, বর্তমান সময়ে দাঁড়িয়ে চাকরি জোগাড় করা হাতে চাঁদ পাওয়ার মতো হয়ে গিয়েছে।

211

ঝুলি ভর্তি ডিগ্রি থাকলেও কাজ জোটাতে পারছেন না বহু যুবক যুবতী। হু হু করে বাড়ছে বেকারত্বের সংখ্যা। এই আবহে সামনে আসছে বড় খবর!

411

জানা গিয়েছে ৩০ মে-র মতোই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। কিন্তু কোথায় কোথায় নিয়োগ হবে, কবে নিয়োগ হবে?

511

প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার জেরে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করে দেয়। আর একধাক্কায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা চাকরি হারা হয়ে পথে নামেন। সেই রায়ের ভিত্তিতেই এবার নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করছে রাজ্য সরকার।

611

কত শূন্যপদে, কোথায় নিয়োগ?

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে ২৪,২০৫ শূন্যপদের কথা ছিল। তবে এর পাশাপাশি রাজ্য সরকার আরো কিছু নতুন পদ যুক্ত করছে। ফলে মোট ৪৪,২০৩ টি পদে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে।

711

এর মধ্যে নবম-দশম শ্রেণীর শিক্ষক হিসেবে থাকবে ২৩,২১০ জন, একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক হিসেবে থাকবে ১২,৫১৪ জন, গ্রুপ সি পদে থাকবে ২৯৮৯ জন এবং গ্রুপ ডি পদে থাকবে ৫৪৮৮ জন।

811

কবে বিজ্ঞপ্তি প্রকাশ, কবে আবেদন শুরু?

নবান্নের তরফ থেকে এদিন যেমনটা জানানো হয়েছে, এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে ৩০ মে-র মধ্যেই। এমনকি অনলাইনে আবেদন শুরু হবে ১৬ জুন থেকে এবং আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। আর পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ১৫ নভেম্বরে এবং কাউন্সিলিং শুরু হবে ২০ নভেম্বর থেকে।

911

মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন আগে নিযুক্ত বহু শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরির বাতিলকে কেন্দ্র করে। সম্প্রতি মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়েছেন, সরকার চায় না যে, কেউ চাকরি হারাক।

1011

মমতা জানান আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছি। আমরা সংবিধান মেনেই চলছি। আদালতের নির্দেশ অমান্য করলে রাজ্যকে বিপাকে পড়তে হবে।

1111

তিনি আরও জানান, যদি রিভিউতে রায় আমাদের অনুকূলে আসে, তাহলে হয়তো কাউকে চাকরি হারাতে হবে না। কিন্তু তার আগে আদালতের নির্দেশ মেনে চলতে হবে। তাই এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি।

Read more Photos on
click me!

Recommended Stories