PAK vs BAN: কলকাতায় উড়ছে প্যালেস্টাইনের পতাকা! পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে আটক ৪ জন

Published : Nov 01, 2023, 10:11 AM ISTUpdated : Nov 01, 2023, 10:29 AM IST
Palestinian flag

সংক্ষিপ্ত

'সিটি অফ জয়'-এর উচ্ছ্বাসের দিনে ইডেনের গ্যালারিতে উড়তে থাকল প্যালেস্টাইনের পতাকা! কাণ্ড দেখে তাজ্জব হয়ে গেলেন পুলিশ কর্তারা।

ইজরায়েল বনাম হামাস যুদ্ধের আঁচ এসে পড়ল খাস কলকাতা শহরের বুকেও। 'সিটি অফ জয়'-এর উচ্ছ্বাসের দিনে ইডেনের গ্যালারিতে উড়তে থাকল প্যালেস্টাইনের পতাকা! কাণ্ড দেখে তাজ্জব হয়ে গেলেন পুলিশ কর্তারা। সঙ্গে সঙ্গে আটক করা হল ৪ জনকে। আন্তর্জাতিক অশান্তির আঁচ কল্লোলিনীকে স্পর্শ করে ফেলায় কার্যত তীব্র দুশ্চিন্তা বেড়ে গেল কূটনৈতিক মহলে। 
-
শহরের পরিবেশ অশান্ত হওয়ার পাশাপাশি এই ঘটনা ক্রিকেট মহলেও বিতর্কের সৃষ্টি করেছে। প্যালেস্টাইনের বিশাল বড় পতাকা একেবারে দর্শকদের ঢোকার গেটের কাছেই লাগিয়ে দেওয়া হয়। কাণ্ডটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গেট 6 এবং ব্লক জি 1 এর কাছ থেকে মোট ৪ জনকে আটক করে কলকাতা পুলিশ। ধৃতদের তড়িঘড়ি ময়দান থানায় নিয়ে আসা হয়। তাঁরা প্রত্যেকেই বালি, একবালপুর এবং করেয়া থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 
-

তবে, একজন আইপিএস অফিসার জানিয়েছেন যে, ধৃতরা প্যালেস্টাইনের পতাকা ওড়ালেও তাঁরা কেউ কোনও স্লোগান দেননি। কর্তব্যরত পুলিশ কর্মীরা প্রথমে ওই স্থানে হওয়া বিশৃঙ্খলার কারণটি বুঝতে না পারলেও কিছুক্ষণের মধ্যেই লাল- কালো- সবুজ- সাদা পতাকাটি তাঁদের নজরে আসে এবং তাঁরা আঁচ করে নেন যে, হামাস জঙ্গিদের নিকেশ করার জন্য গাজায় হওয়া ইজরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ৪ জন দর্শক প্যালেস্টাইনের পতাকা ওড়াচ্ছেন। এবং প্রতিবাদের স্থান হিসেবে তাঁরা পাকিস্তান বনাম বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচের ময়দানকেই বেছে নিয়েছেন।
-

৪ ধৃতকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করার জন্য ময়দান থানায় নিয়ে আসা হয়। তাঁদের সঙ্গে কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর যোগাযোগ বা মদত রয়েছে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখেন প্রশ্নকারীরা। পরে ৪ জনকেই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর