চলতি সপ্তাহে সামান্য বাড়তে পারে তাপমাত্রার পারদ। আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
অক্টোবরের শেষ থেকেই শীতের আমেজ শহরজুড়ে। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও হু হু করে কমছে রাতের তাপমাত্রা। নভেম্বরের আগেই শহরজুড়ে হেমন্তের ছোঁয়া। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকছে শহর ও শহরতলী এলাকা। রাতের দিকে এখন থেকেই বন্ধ করতে হচ্ছে ফ্যান। কালীপুজোর সময় এই বছর রীতমত কাথা-কম্বল গায়ে দিতে হবে বলেই জানাচ্ছে হাওইয়া অফিস। এদিকে দুর্গাপুজোর পর থেকেই দক্ষিণবঙ্গে থেমেছে বৃষ্টি। লক্ষ্মীপুজোর বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেই অর্থে বৃষ্টি হয়নি। আগামী বেশ কিছুদিনও শহর ও শহরতলীতে বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। বরং চলতি সপ্তাহে সামান্য বাড়তে পারে তাপমাত্রার পারদ। আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
নভেম্বরের আগে থেকেই হু হু করে নামছে শহরের তাপমাত্রা। কালীপুজোর মধ্যে দক্ষিণবঙ্গে বেশ ঠান্ডা পরার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে রাতের তাপমাত্রা অনেকটাই কম। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই এদিন আংশিক মেঘলা শহরের আকাশ। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮৮ শতাংশ। চলতি সপ্তাহে এখনও পর্যন্ত বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে ভোর থেকেই কুয়াশায় ঢাকছে রাস্তাঘাট। অর্থাৎ, একেবারে অক্টোবরের শেষ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় হেমন্তের ছোঁয়া।
উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টিপাত হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।জলপাইগুড়ি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উত্তরবঙ্গেও তাপমাত্রা একইরকম চলবে বলে জানানো হয়েছে।
আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।