আরজি কর কাণ্ডের আবহে ভোট, সতর্ক তৃণমূলের হয়ে প্রচারে মমতা, অভিষেক সহ ৪০ জন তারকা প্রচারক

এই উপনির্বাচন রাজ্যের শাসকদলের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ প্রথমত, ২০২৪ লোকসভা ভোটে দেখা গিয়েছিল, শহরাঞ্চলে তৃণমূলের ভোট কমেছে। দ্বিতীয়ত, আরজি কর কাণ্ডের আবহে এই ভোট হতে চলেছে।

আগামী ১৩ নভেম্বর নৈহাটি, মাদারিহাট, সিতাই, তালড্যাংরা, মেদিনীপুর এবং হাড়োয়ায় বিধানসভা উপনির্বাচন রয়েছে। একুশের বিধানসভা ভোটে এই ৬টি আসনের মধ্যে ৫টিতেই জোড়াফুল ফুটেছিল। শুধুমাত্র মাদারিহাটে জয়ী হয়েছিল বিজেপি। তবে আসন্ন উপনির্বাচনে ৬টি কেন্দ্রেই তৃণমূল (TMC) জিতবে বলে আশাবাদী দল।

ওয়াকিবহাল মহলের কথায়, এই উপনির্বাচন রাজ্যের শাসকদলের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ প্রথমত, ২০২৪ লোকসভা ভোটে দেখা গিয়েছিল, শহরাঞ্চলে তৃণমূলের ভোট কমেছে। দ্বিতীয়ত, আরজি কর কাণ্ডের আবহে এই ভোট হতে চলেছে। ফলে এই ৬ কেন্দ্রের উপনির্বাচনকে তৃণমূল (Trinamool Congress) কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না বলে খবর। জানা যাচ্ছে, কেন্দ্রের বঞ্চনা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নকে তুলে ধরবে জোড়াফুল শিবির।

Latest Videos

কারা নামছেন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে?

বর্তমানে চোখের অস্ত্রোপচারের কারণে দেশের বাইরে রয়েছেন অভিষেক (Abhishek Banerjee)। সোমবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে চোখে অস্ত্রোপচারের কথা জানিয়েছেন তৃণমূল সাংসদ। একইসঙ্গে জানিয়েছেন, তাঁকে অস্ত্রোপচার পরবর্তী কিছু সতর্কতা ও নির্দেশিকা মেনে চলতে হবে। অভিষেক দেশে কবে ফিরবেন সেই বিষয়েও এখনও কিছু জানা যায়নি।

জানা যাচ্ছে, জোড়াফুল শিবিরের তারকা প্রচারকের তালিকায় সবার ওপরে রয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে সেই তালিকায়। তবে জানা যাচ্ছে, মমতা-অভিষেকের শিডিউল এখনও তৈরি হয়নি।

আরজি কর কাণ্ড নিয়ে রাজ্য যখন উত্তাল, সেই সময় ভোট। নৈহাটি, সিতাই, তালড্যাংরা সহ বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই আবহে এবার তারকা প্রচারকদের নামের তালিকা নির্বাচন কমিশনে জমা করল তৃণমূল কংগ্রেস।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন