বড় খবর! হাত কাটার পর আরও দুসংবাদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য, সাসপেন্ড করা হল তাঁকে

বিরোধী সদস্যরা প্রশ্ন করেছিলেন বিলের অংশীদারি বিষয়ে। এই ঘটনার রেশ শেষ হয় তুমুল ধস্তাধস্তি দিয়ে। জানা গিয়েছে ওয়াকফ বিল সংক্রান্ত সংসদীয় কমিটি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তাঁর আচরণের জন্য সাসপেন্ড করেছে।

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে লোকসভায় প্রবল হট্টগোল হয়েছিল গত আগস্ট মাসে। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু এই বিলটি পেশ করেছিলেন। সেই বিল অসাংবিধানিক ও মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। বিরোধীরা এই অভিযোগ তোলে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার ওই বিলকে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল।

মঙ্গলবার সেই বৈঠকই হয়। সেখানেই তুমুল মতান্তর। তার থেকে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। বিজেপি সাংসদ জগদম্বিকা পালের সভাপতিত্বে গঠিত কমিটি, অবসরপ্রাপ্ত বিচারক এবং আইনজীবীদের একটি দলের মতামত শুনছিল। বিরোধী সদস্যরা প্রশ্ন করেছিলেন বিলের অংশীদারি বিষয়ে। এই ঘটনার রেশ শেষ হয় তুমুল ধস্তাধস্তি দিয়ে। জানা গিয়েছে ওয়াকফ বিল সংক্রান্ত সংসদীয় কমিটি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তাঁর আচরণের জন্য সাসপেন্ড করেছে।

Latest Videos

 

ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক বসেছিল দিল্লিতে। সেখানেই বিল নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন কল্যাণ-অভিজিৎ। পেশায় দুজনেই আইনজ্ঞ। তর্কাতর্কি মারাত্মক আকার নয়। সেই সময়ই কল্যণ নিজের টেবিলে থাকে একটি কাচের জল ভরা বোতল আছড়ে টেবিলে মারেন। যদিও বিজেপির সাংসদদের অভিযোগ কল্যণ বোতলটি চেয়ারম্যানের দিকে ছুঁড়ে মারতে চেয়েছিলেন। কিন্তু তাতে তিনি ব্যর্থ হয়। কিন্তু সেই বোতলের ভাঙা কাচে হাত কাটে কল্যণের। বুড়ো আঙ্গুল ও কনিষ্ঠায় চোট পান কল্যাণ। হাতে চারটে সেলাই পর্যন্ত করতে হয়েছে।

এই ঘটনার পরই কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়কে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তাঁর হাতে চারটি সেলাই করা হয়। চিকিৎসা করে তিনি আবারও বৈঠকে যোগ দেন। সেই ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সংবাদ সংস্থার প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়কে বৈঠকস্থলে ফিরিয়ে নিয়ে আসছেন, এআইমিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। সঙ্গে রয়েছেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। কল্যাণকে তাঁরা স্যুপও খাওয়ন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News