এ মাসের সেরা খবর! সরকারি কর্মীদের ৬% DA ঘোষণা করতে পারেন মমতা? জারি নোটিশ

Published : Feb 10, 2025, 11:04 AM IST

বাংলার সরকারি কর্মীদের (Government Employees) জন্য বিরাট সুখবর। ডিএ বৃদ্ধি হবে এমন ঘোষণা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। কিন্তু মহার্ঘ ভাতা বাড়েনি সরকারি কর্মীদের। এবার শোনা যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ৬ শতাংশ বাড়তে পারে। কবে হবে ডিএ ঘোষণা ?

PREV
111

একদিকে কেন্দ্র বিভিন্ন দফায় সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করে চলেছে। কেন্দ্রের পথে হেঁটে বহু রাজ্যের সরকার ডিএ বাড়িয়েছে কর্মীদের।

211

তবে সরকারি কর্মীরা তাতেও সন্তুষ্ট নন। নতুন বেতন কমিশন চাইছেন তাঁরা। কেন্দ্রের মতো ডিএ বৃদ্ধি, বকেয়া ডিএ ও বেশ কিছু দাবি নিয়ে একজোট হতে দেখা যায় বাংলার সরকারি কর্মীদের।

311

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডিএ বৃদ্ধি নিয়ে কোন নতুন ঘোষণাই করেননি।

411

২০২৩ সালে তিনি ডিসেম্বর মাসে সরকারি কর্মীদের ডিএ ঘোষণা করেছিলেন। কিন্তু এবার সেই নিয়ে মুখে কুলুপ সরকারের।

511

তাহলে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পাচ্ছে কবে? একটি প্রশ্ন ঘোরাফেরা করছে এই রাজ্যের সর্বত্র।

611

সম্প্রতি শোনা যাচ্ছে, খুশির দিন আসতে চলেছে রাজ্য সরকারী কর্মচারিদের।

711

২৫শে ডিসেম্বরের পর থেকেই সরকারি কর্মীদের ডিএ ঘোষণা হবে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল।

811

২০২৫ সালেই নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজ্যের সরকারী কর্মীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারেন।

911

সূত্রের খবর, রাজ্যের সরকারী কর্মীদের এবার ৬% মহার্ঘ্য ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

1011

সেক্ষেত্রে, রাজ্য বাজেটের পরেই সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে। নতুন মাসে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন রাজ্যের সরকারী কর্মচারীরা।

1111

তাই সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তবে সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করে। বিষয়টি নিয়ে কানাঘুষো চললেও এখনো মুখ্যমন্ত্রী কোন আভাস দেননি। তাই কবে ডিএ-র ঘোষণা হয় তার অপেক্ষায় দিন গুনছে সবাই।

click me!

Recommended Stories