পশ্চিমবঙ্গ সরকারের ষষ্ঠ বেতন কমিশন নিয়ে ধোঁয়াশা, কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে চলছে জল্পনা। সরকারের পক্ষ থেকে কবে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হবে এবং কত বেতন বাড়বে তা নিয়ে বিস্ফোরক দাবি।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ষষ্ঠ বেতন কমিশন কবে গঠিত হবে কিংবা কত শতাংশ ডিএ বৃদ্ধি হবে কর্মীদের তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এরই সঙ্গে কর্মীদের কত বেতন বাড়বে তা জানতে আগ্রহী সকলে।
210
এই আবহে ষষ্ঠ বেতন কমিশন নিয়ে বিস্ফোরক দাবি করা হল সরকারের পক্ষ থেকে। কবে ষষ্ঠ বেতন কমিশন গঠিত হবে আর কত বেতন বাড়বে তা নিয়ে চমক পেলেন কর্মীরা
310
সদ্য কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলন, এক শ্রেণির কর্মচারী বলে বেড়াচ্ছেন সরকার কিছুতেই ডিএ দেবে না।
410
…বলি, আইন আদালত এবং সংবিধান যদি থেকে থাকে সরকারের ডিএ দিতেই হবে। লক্ষ্য করলে দেখবেন, মূল্যসূচক মেনে কেন্দ্রীয় সরকার যে হারে এবং যে নির্দিষ্ট সময় থেকে মহার্ধভাতা ঘোষণা করে থাকেন সাধারণত রাজ্যগুলোও সেই পথ অনুসরণ করে থাকেন।
510
বিগত বেতন কমিশনগুলোর সুপারিশে তা উল্লেখ আছে। এবার ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টেও তার উল্লেখ আছে।
610
কিন্তু সরকার সেই রিপোর্ট কিছুতেই প্রকাশ করছেন না। বিশ্বস্ত সূত্র মারফত আমরা তা জানতেই পেরেছি।
710
ফলে আজও মাননীয়ার ইচ্ছার ওপর ডিএ নির্ভর করছে। কিন্তু, তা তো হওয়ার কথা ছিল না।
810
কারণ ২০১১ সালে তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে বলা ছিল, ক্ষমতার এলে, সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে সহ্য করা বাম বঞ্চনার আশু সমাধান করা হবে।
910
তিনি আরও বলেন, তৃণমূলের সেই প্রতিশ্রুতি সব উধাও। ফলে কেন্দ্র সহ অন্যান্য অধিকাংশ রাজ্যের বর্তমান ভাতা ১৮ কিস্তি বা ৫৩ শতাংশ সেখানে এই রাজ্যে তা ৪ কিস্তি বা ১৪ শতাংশ।
1010
এই আবহে আগামী ৭ জানুয়ারি আমাদের মজর থাকবে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার অগ্রগতির দিকে।