কলকাতায় ৭ মাসের পথশিশুকে যৌন নিগ্রহের অভিযোগ, অপরাধীর খোঁজে পুলিশ

Published : Dec 04, 2024, 07:52 PM ISTUpdated : Dec 04, 2024, 08:07 PM IST
newborn baby murder

সংক্ষিপ্ত

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনা এখনও মানুষের মন থেকে মুছে যায়নি। এরই মধ্যে কলকাতার ফুটপাতে ঘটে গেল নৃশংস ঘটনা। ফের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

কলকাতায় ফের ভয়ঙ্কর ঘটনা। সাত মাস বয়সি এক শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটেছে বড়তলা থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে। এই শিশুর বাবা-মা ফুটপাতে বাস করেন। তাদের অসাবধানতাবশত কেউ শিশুকে তুলে নিয়ে যায়। মেয়েকে খুঁজে না পেয়ে থানায় যায় ওই দম্পতি। তাঁরা শিশুকন্যার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। এরপর এই দম্পতির বাসস্থান থেকে অল্প দূরেই ফুটপাতে তাঁদের সন্তানকে পাওয়া যায়। স্থানীয় ব্যক্তিরা শিশুর কান্নার শব্দ শুনে তাকে খুঁজে পান। এই একরত্তি শিশুর গোপনাঙ্গে একাধিক ক্ষত ছিল। এই শিশুকে উদ্ধার করে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কলকাতার ফুটপাতও নিরাপদ নয়!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে এই শিশুর বাবা-মা তাকে খুঁজে পাননি। শিশুটিকে উদ্ধার করার পর তার বাবা-মাকে খবর দেয় পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর শারীরিক পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় যৌন নির্যাতনের প্রমাণ পাওয়া গিয়েছে। সন্তানকে শনাক্ত করেছেন শিশুটির বাবা-মা। হাসপাতালে এই শিশুর চিকিৎসা চলছে। তার সারা শরীরে বেশ কিছু ক্ষত রয়েছে। থানায় যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন শিশুটির বাবা-মা। ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ৬৫(২) এবং শিশু সুরক্ষা আইনের ৬ নম্বর ধারায় একাধিক মামলা দায়ের হয়েছে। তবে এখনও অপরাধীদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। এক না একাধিক ব্যক্তি এই নারকীয় কাণ্ড ঘটিয়েছে, তা স্পষ্ট নয়। ওই অঞ্চলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

কীভাবে ঘটল অপরাধ?

ফুটপাত থেকে এই শিশুকে তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও অত্যাচার চালানোর পর ফেলে রেখে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। জনবহুল অঞ্চলে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বাড়ির বেড়া ভেঙে যৌন নিগ্রহের চেষ্টা কিশোরীকে! ফের সংবাদ শিরনামে সন্দেশখালি

শুটিং চলাকালীন যৌন নিগ্রহের শিকার , ঘটনার কথা মনে পড়লে আজও শিউরে ওঠেন বলিউডের এভারগ্রীন অভিনেত্রী

'জামা-কাপড় খুলে হতে হবে নগ্ন ', যৌন নিগ্রহ নিয়ে 'লক আপ'-এ বিস্ফোরক কঙ্গনা

PREV
click me!

Recommended Stories

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা
নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি