ভবানীপুরে জীবনানন্দের ছোঁয়ায় ৭৫ বছরের পুজো! সকলকে চমকে দিতে প্যান্ডেলে কী থাকছে জানেন?

ভবানীপুরে জীবনানন্দের ছোঁয়ায় ৭৫ বছরের পুজো! সকলকে চমকে দিতে প্যান্ডেলে কী থাকছে জানেন?

Anulekha Kar | Published : Oct 8, 2024 10:01 AM IST / Updated: Oct 08 2024, 03:32 PM IST

ভবানীপুরের এই পুজোয় এবার জীবনানন্দের ছোঁয়া। এবারের পুজোর থিম 'তবুও তোমার কাছে হৃদয়'। শিল্পী শিবশঙ্কর দাসের ভাবনায় ফুটে উঠেছে এই বিশেষ থিম ‘তবুও তোমার কাছে আমার হৃদয়’। শিল্পী শিবশঙ্কর দাসের ভাবনায় ফুটে উঠেছে এই ৭৫ বছরের হীরক জয়ন্তীর থিম।

এই বছরের থিমের পাশাপাশি মূর্তির ভাবনাতেও এবার রয়েছে বিশেষত্ব। ভবানীপুর ৭৫ পল্লির দুর্গা প্রতিমা গড়ার দায়িত্ব পেয়েছেন শিল্পী সনাতন দিন্দা। উজ্জ্বল রঙের কোলাজে‌ তৈরি হয়েছে দেবী মূর্তি।

Latest Videos

থিমের নাম আদতে কবি জীবনানন্দ দাশের একটি কবিতা প্রকাশ পেয়েছে-

থিমের কেন্দ্রে জীবনানন্দ

সুচেতনা কবিতায় লিখেছেন---

সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ

বিকেলের নক্ষত্রের কাছে;

সেইখানে দারুচিনি-বনানীর ফাঁকে

নির্জনতা আছে।

এই পৃথিবীর রণ রক্ত সফলতা

সত্য; তবু শেষ সত্য নয়।

কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে;

তবুও তোমার কাছে আমার হৃদয়।

এই শেষ লাইনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ভবানীপুরের এই বিখ্যাত পুজো মণ্ডপ। তবে এখানে সুচেতনা নয়। কলকাতা শহরের কাছে হৃদয় দিয়েছে এই পুজো। অন্তত তেমনটাই জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা।

এ ছাড়াও পরিবেশবান্ধব এমন জিনিস দিয়ে গড়ে তোলা হয়েছে এবারের পুজো মণ্ডপ। আর তার মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়েছে কলকাতা তথা বাংলার প্রাচীন সংস্কৃতি। সেই সংস্কৃতির কাছেই আদতে হৃদয় বাঁধা হয়ে পড়ে রয়েছে সকল বাঙালির। এমনই একটি বার্তা দিতে চেয়েছে ভবানীপুর ৭৫ পল্লী।

Share this article
click me!

Latest Videos

Kultali-তে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ! জুতো দেখিয়ে তীব্র প্রতিবাদ আমজনতার! | Jaynagar News Today
জয়নগর কাণ্ডে বড় আপডেট! দেখুন সরাসরি | Jaynagar | Bangla News | Asianet News Bangla
বড় আপডেট কুলতলী কাণ্ডে! দেখুন সরাসরি | Asianet News Bangla
'আমরা এর প্রতিশোধ নেব' কলকাতার নিউ মার্কেট পুজো উদ্বোধনে এসে হুঙ্কার শুভেন্দুর | Suvendu Adhikari
Bangla News | বিস্ফোরক শুভেন্দু! মহামিছিলের ডাক চিকিৎসকদের, খবরের সব আপডেট | Asianet News Bangla