জানুয়ারিতে রেশন কার্ডে মিলবে অতিরিক্ত ৯ রকমের জিনিস! দুর্দান্ত ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের

পশ্চিমবঙ্গ সরকারের তরফে এবার জানুয়ারি মাসে অতিরিক্ত রেশন দেওয়ার ঘোষণা করা হয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এগুলি কেউ পাবেন বিনামূল্যে তো অন্যদিকে আবার কেউ পাবে একদম ন্যায্য দামে। এবার আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কী কী সামগ্রী অতিরিক্ত মিলবে? দেখে নিন।

Parna Sengupta | Published : Jan 2, 2025 1:00 PM
110

নতুন বছর শুরু হতে না হতেই মধ্যবিত্ত ঘরের মানুষের জন্য রইল দারুণ এক সুখবর।

210

বিশেষ করে আপনিও যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। আর এই জরুরি খবরটি হল রেশন সামগ্রী নিয়ে।

310

পশ্চিমবঙ্গ সরকারের তরফে এবার সকলকে এই জানুয়ারি মাসে আরও অতিরিক্ত রেশন দেওয়ার ঘোষণা করা হয়েছে।

410

ইতিমধ্যে কোন রেশন কার্ডে (Ration Card) কতটা পরিমাণে অতিরিক্ত রেশন পাবেন সেই নিয়ে একটি তালিকা অবধি জারি করা হয়েছে।

510

তালিকা অনুযায়ী, রেশনে ৯ রকমের সামগ্রী দেওয়া হবে বলে খবর।

610

এক নজরে জেনে নিন কে কতটা পরিমাণে রেশন পেয়ে যাবেন।

710

RKSY-1 এবং RKSY-2 কার্ডধারীদের বরাদ্দ

RKSY-1 জনপ্রতি ৫ কেজি চাল RKSY-2 কার্ডধারীরা জনপ্রতি ২ কেজি চাল পেয়ে যাবেন।

810

অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)

এবার আসা অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) প্রসঙ্গে। এই কার্ডধারীরা অর্থনৈতিকভাবে সবচেয়ে দুর্বল শ্রেণীর মানুষ। জানুয়ারি মাসে এই বিশেষ কার্ডধারীরা চাল ২১ কেজি, আটা: ১৩.৩০০ কেজি ও চিনি ১ কেজি করে পেয়ে যাবেন।

910

বিশেষ অঞ্চলের জন্য অতিরিক্ত বরাদ্দ

জঙ্গলমহল, পার্বত্য অঞ্চল এবং চা বাগানের শ্রমিকদের জন্য অতিরিক্ত রেশন সামগ্রী বরাদ্দ করা হয়েছে। এটি রাজ্যের বিশেষ অঞ্চলগুলির মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বড় পদক্ষেপ।

1010

SPH এবং PHH

বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH) এবং অগ্রাধিকার পরিবারের Ration গ্রাহকেরা জনপ্রতি ৩ কেজি চাল ও ১. ৯০০ কেজি আটা পেয়ে যাবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos