Mamata Banerjee: বিধানসভায় প্রকাশিত হতে চলেছে মুখ্যমন্ত্রীর বই, কোন বিষয়ের উপর লেখা হচ্ছে? জানুন এক ক্লিকে

Published : Jun 11, 2025, 05:39 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Mamata Banerjee News: এবার বিধানসভার লাইব্রেরিতে শোভা পাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই। গত দেড় দশক ধরে বিধানসভায় তিনি যত ভাষণ দিয়েছেন  তার উপরেই প্রকাশিত হতে চলেছে বই। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Mamata Banerjee News: টানা দেড় দশক বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত বক্তৃতা দিয়েছেন এবার তা বই আকারে প্রকাশ হতে চলেছে। মুখ্যমন্ত্রী অনুমোদন দিলেই চলতি অধিবেশনে প্রকাশ পাবে সেই বই। এতদিন শুধুমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের বক্তব্য বিধানসভায় দুই মলাটে লিপিবদ্ধ ছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বই আকারে প্রকাশিত হতে চলেছে।

বিধানসভা সূত্রের খবর, ২০১১ থেকে ২০২৫ পর্যন্ত মুখ্যমন্ত্রী বিধানসভায় যা যা বক্তব্য রেখেছেন তার একটি সংকলন করার উদ্যোগ নিয়েছে বিধানসভার লাইব্রেরি কমিটি। ইতিমধ্যে ব‌ইয়ের খসড়াও তৈরি হয়ে গিয়েছে। শীঘ্রই মুখ্যমন্ত্রীকে দেখানো হবে ওই খসড়া। তারপরই বই আকারে মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রকাশ করা হতে পারে বলে বিধানসভা সূত্রের খবর।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে বই প্রকাশের অর্থ, আদতে সরকারিভাবে মমতার ১৫ বছরের জমানার বিভিন্ন উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরা। ২৬-র বিধানসভা নির্বাচনের আগে শাসককে যা বাড়তি অক্সিজেন জোগাবে বলেই মত সব মহলের।

অন্যদিকে, বিধানসভায় ফের সন্ত্রাসবাদ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)। এদিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘’আমরা সন্ত্রাসবাদকে সমর্থন করিনা। জাত ধর্ম থাকে না। পহেলগাঁওতে যাঁরা নিহত হয়েছেন তাঁদের পরিবারকে সমবেদনা জানাই।''

একই সঙ্গে বাংলাকে বারবার বঞ্চনা নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা নিয়ে সরব হন তিনি। বলেন, ‘’বাংলায় জন্মগ্রহণ করেছেন এটা মনে রাখে না। বাংলাকে এত অবহেলা করার কোনও কারণ নেই। বাংলাই একমাত্র রাজ্যে যেখান অপারেশন সিঁদুর নিয়ে বিধানসভায় resolution আনা হয়েছে।'' 

‘’পুলওয়ামা নিয়ে প্রশ্ন তুলে বেশ করেছিলাম। আপনি রাজনীতি বোঝেন না।আপনি ফ্যাশন জানেন। কিন্তু রাজনীতি নিয়ে আমাকে জ্ঞান দেবেন না। আপনার বিষয়ে অনেক কিছু জানি।'' বিধানসভা থেকে অগ্নিমিত্রাকে চাঁচাছোলা আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

‘’জঙ্গিরা কোথা থেকে এল? কোথায় থাকল? কোনও খবর নেই! একজনও জঙ্গি তো ধরা পড়ল না। আমরা চাই জঙ্গিদের ধরা পড়ুক। ওই সময় পাক অধিকৃত কাশ্মীর আমরা দখল নিতে পারতাম। পাকিস্তান লোন পেল। এখানে আমাদের কূটনীতি ব্যর্থ নয় তো?  নিজেদের মধ্যে গ্যাপ হচ্ছে না তো? যার সুযোগ বাইরের শত্রুরা নিয়ে নিচ্ছে না তো?'' বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মোদী - অমিত শাহর নিজেদের রাজ্য থেকে জঙ্গিদের খবর পাচার করা হচ্ছে না তো? ‘আপনি ভীষন মিথ্যে কথা বলেন’। নাম না করে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় সরকারকে আরও স্ট্রং হওয়া উচিত। জীবন্ত মানুষকে খুন করেছে। নির্বাচনের সময় আর একটা পুলওয়ামা যেন না হয় বলেও মন্তব্য করেন তিনি। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা