দেখতে দেখতে আরজি কর কাণ্ডের একবছর পূর্তি। আগামী ৯ অগাস্ট আরজি করের নিহত তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডের একবছর হবে। ওই দিন নির্যাতিতার বাবা-মায়ের ডাকা নবান্ন অভিযান আটকাতে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। নবান্ন অভিযান আটকাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হাওড়ার এক বাসিন্দা। জানা গিয়েছে, ওইদিন নবান্ন অভিযানের ফলে জনজীবনে বিপর্যস্ত হতে পারে। এই দাবিতে অভিযান আটকানোর আবেদন জানিয়ে ওই ব্যক্তি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন।
25
কলকাতা হাইকোর্টে মামলা
জানা গিয়েছে, নবান্ন অভিযান আটকাতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। সেই আবেদন গ্রহণ করে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। সূত্রের খবর, বৃহস্পতিবার এই মামলার শুনানি বিচারপতির সুজয় পালের ডিভিশন বেঞ্চে।
35
নবান্ন অভিযানের সামিল হওয়ার আহ্বান
গত বছর অর্থাৎ ২০২৪ সালের ৯ অগাস্ট আর.জি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। রাজ্য তথা দেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বে এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনের ঝড় উঠে। আগামী ৯ অগাস্ট আরজিকরের চিকিৎসক তরুণীকে খুন ধর্ষণের ঘটনার এক বছর পূর্ণ হবে। ধর্ষণ-খুনের প্রতিবাদে ওই দিন নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসক তরুণীর মা-বাবা। শাসক দলছাড়া সমস্ত রাজনৈতিক দলকে তাদের পতাকা ছেড়ে এই নবান্ন অভিযানের সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা।
জানা গিয়েছে, নির্যাতিতা নিহত তরুণীর পরিবারের ডাকা এই নবান্ন অভিযানে দলীয় পতাকা ছাড়া উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতা-কর্মীরা। যেহেতু রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন, তাই এই নবান্ন অভিযানে না থাকার কথা জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফন্ট। ওইদিন অর্থাৎ ৯ অগাস্ট 'কালীঘাট চলো'র ডাক দিয়েছে 'অভয়া মঞ্চ'। তাতে অংশ নেবেন বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
55
কবে মামলার পরবর্তী শুনানি?
এদিকে নির্যাতিতার বাবা-মায়ের ডাকা ৯ অগাস্টের নবান্ন অভিযানের বিরোধিতা করেই হাইকোর্টে দায়ের হয় মামলা। হাওড়ারএক বাসিন্দা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কাজের দিনে নবান্ন অভিযানের ফলে জনজীবন বিপর্যস্ত হতে পারে বলে দাবি ওই মামলাকারীর। তাই ওইদিন নবান্ন অভিযানের অনুমতি না দেওয়ার আবেদন আদালতের কাছে জানিয়েছেন তিনি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।