- Home
- West Bengal
- Kolkata
- ভাষা বিতর্কে আগুনে ঘৃতাহুতি দিলীপের, কীভাবে কথা বলে বাংলাদেশিরা? শেখালেন বিজেপি নেতা
ভাষা বিতর্কে আগুনে ঘৃতাহুতি দিলীপের, কীভাবে কথা বলে বাংলাদেশিরা? শেখালেন বিজেপি নেতা
Dilip Ghosh On Mamata: ‘ভাষা’ বিতর্কে তপ্ত রাজ্য-রাজনীতি। এই আবহে আরও কিছুটা বিতর্ক উস্কে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কী বললেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ভাষা ইস্যুতে সরব দিলীপ ঘোষ
ভিনরাজ্যে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিক হেনস্থার অভিযোগে ভাষাগত ইস্যুতে তপ্ত রাজ্য-রাজনীতি। এই আবহে এবার মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাংলা ভাষার তরজা নিয়ে রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমণ শানালেন তিনি
কী বললেন দিলীপ ঘোষ?
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন যে, ‘’বিদেশের রেডিও-তে যে সব ভাষায় অনুষ্ঠান হয় তার মধ্যে বাংলাদেশের ভাষাকেই বাংলা হিসেবে ধরা হয়। পশ্চিমবঙ্গের ভাষা হিসেবে ধরা হয় না। যেখানে যেখানে বাংলাদেশি রোহিঙ্গা ধরা পড়ছে তাদের ভাষার সঙ্গে আমাদের ভাষার কোনও মিল নেই। পশ্চিমবঙ্গের বাঙালিরা যে ভাষায় কথা বলে তার সঙ্গে বাংলাদেশিদের বলা ভাষা আলাদা। কোনও মিল নেই।''
বাংলাদেশি ইস্যুতে সরব দিলীপ
এখানেই না থেমে বাংলাদেশি ইস্যুতে আরও সুর চড়িয়েছেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষয তিনি বলেন, ‘’পশ্চিমবঙ্গের বাঙালিরা যে ভাষায় কথা বলে, বাংলাদেশের ভাষা অন্য। খাইতাসি, যাইতাসি তো আমরা বলি না। দিল্লি পুলিশের মনে হয়েছে এটা বাংলাদেশি ভাষা। এতে আপত্তির কী আছে? তৃণমূল বাঙালি ও বাংলাদেশিদের গুলিয়ে দিচ্ছে বারবার। এবার পরিস্কার হয়ে যাবে কোনটা কোন ভাষা।''
দিল্লি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূলের?
সম্প্রতি দিল্লির লোদি কলোনি থানার এক পুলিশ আধিকারিক একটি চিঠি পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দিল্লির বঙ্গভবনের এক সরকারি আধিকারিককে। তৃণমূলের অভিযোগ, ওই চিঠিতে দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশের ভাষা বলে চিহ্নিত করেছে। চিঠির বিষয়বস্তু প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে তুমুল বিতর্ক। অমিত শাহের নেতৃত্বাধীন দিল্লি পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল।
বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল
যদিও দিলীপ ঘোষের এই মন্তব্যের আগেই ভাষা বিতর্কে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি কেন্দ্রের ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে জেলায়ৃ-জেলায় ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ৬ অগাস্ট বুধবার ভাষা ইস্যুতে ঝাড়গ্রামে পথে নামবেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী।

