ফের কুকর্ম! অবসরপ্রাপ্ত বিচারকের নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ার এ কী করলেন?

Published : Aug 19, 2024, 05:25 PM IST
Civic volunteer

সংক্ষিপ্ত

ফের অভিযোগের তীর এক সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) দিকে। হাসপাতালে চিকিৎসাধীন অবসরপ্রাপ্ত এক বিচারকের এটিএম কার্ড হাতিয়ে টাকা তোলার অভিযোগ উঠল সেই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।

ফের অভিযোগের তীর এক সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) দিকে। হাসপাতালে চিকিৎসাধীন অবসরপ্রাপ্ত এক বিচারকের এটিএম কার্ড হাতিয়ে টাকা তোলার অভিযোগ উঠল সেই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।

জানা যাচ্ছে, ঐ বিচারকেরই নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেই অভিযুক্ত। তাঁকে গ্রেফতার করেছে কলকাতার ফুলবাগান থানার পুলিশ। সবথেকে বড় বিষয় হচ্ছে, সেই অভিযুক্ত নিজে একজন সিভিক ভলান্টিয়ার। হাসপাতালে চিকিৎসাধীন অবসরপ্রাপ্ত বিচারকের এটিএম কার্ড হাতিয়ে নিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অবসরপ্রাপ্ত দায়রা আদালতের বিচারক বিশ্বনাথ দে। আর তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিলেন মহম্মদ হাসান গাজি নামে একজন সিভিক ভলান্টিয়ার। তাঁর বয়স ৩৫ বছর। এমনিতে মগরাহাট থানায় তিনি নিযুক্ত হলেও, আপাতত অবসরপ্রাপ্ত বিচারকের নিরাপত্তার দায়িত্বই তাঁকে দেওয়া হয়েছিল।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, অবসরপ্রাপ্ত বিচারকের অসুস্থতার সুযোগ নিয়ে তাঁর এটিএম কার্ড হাতিয়ে নেয় সেই সিভিক। হাসপাতালের কাছে একটি এটিএম থেকে প্রায় ৪০ হাজার টাকা তুলে নেন তিনি। এরপরই ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়।

তদন্তে নেমে ঐ এটিএমের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। তারপরই রবিবার, বিকেলে অভিযুক্তকে গ্রেফতার করেছে তারা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, আর জি কর কাণ্ডেও অভিযুক্ত হয়েছেন এক সিভিক ভলান্টিয়ার।

সেই ধৃত এখন সিবিআই হেফাজতে। তবে সেখানেই শেষ নয়। গত ১০ অগস্ট মধ্যরাতে মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে হেনস্থা করার অভিযোগ ওঠে আরেক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। সেই ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে।

আর এবার আবারও কলকাতার বুকে সিভিকের কুকর্ম। হাসপাতালে চিকিৎসাধীন অবসরপ্রাপ্ত বিচারকের এটিএম কার্ড হাতিয়ে নিয়ে টাকা চুরির অভিযোগ উঠল আরেক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Today live News: "বড় বিচিত্র এ-দেশ!" জানেন বন্দে মাতরমের কোন একটি শব্দ, যা নিয়ে স্বাধীনতার এত বছর পরেও শেষ হয়নি বিতর্ক!
বছর শেষের আগে ব্লু লাইনের যাত্রীদের জন্য সুখবর, চালু হচ্ছে বিমান বন্দর-শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা