ভোরবেলায় মত্ত অবস্থায় মহিলার ঘরে ঢুকে পড়লেন এন্টালি থানার এক সিভিক ভলান্টিয়ার! অভিযোগ পেয়েই গ্রেফতার

ভোরবেলা একেবারে মত্ত অবস্থায় প্রতিবেশী মহিলার ঘরে ঢুকে পড়ার অভিযোগ উঠল এবার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে শনিবার। অভিযোগ উঠছে, এন্টালি থানার এক সিভিক ভলান্টিয়ার রাতে মদ্যপান করে আচমকাই প্রতিবেশী এক মহিলার ঘরে ঢুকে পড়েন। তাঁকে দেখতে পেয়ে প্রথমে ভয় পেয়ে যান ওই মহিলা। পরে চিৎকার এবং কান্নাকাটি শুরু করে দেন। তৎক্ষণাৎ ছুটে আসেন অন্য প্রতিবেশীরা। মহিলার চিৎকার শুনে প্রতিবেশীরা। এরপরেই ঘটনাস্থল থেকে চম্পট দেন সেই অভিযুক্ত।

এরপর সেই অভিযুক্তের নামে এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। রবিবার, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তবে কেন তিনি এমন কাণ্ড ঘটালেন, তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। অভিযোগকারিণীর সঙ্গে অভিযুক্তের কোনও পূর্ব পরিচিতি ছিল কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Latest Videos

ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্তের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্তও।

প্রসঙ্গত, রাজ্যে ঘটে যাওয়া একাধিক অপরাধের সঙ্গে নাম জড়িয়ে পড়ছে সিভিক ভলান্টিয়ারদের। শ্লীলতাহানি বা দাদাগিরির মতো অভিযোগও উঠছে তাদের বিরুদ্ধে। আরজি কর কাণ্ডের আবহে শুরু হওয়া আন্দোলনের অন্যতম দাবিই ছিল যে, হাসপাতালে বং কলেজের নিরাপত্তার দায়িত্ব থেকে সিভিক ভলান্টিয়ারদের সরাতে হবে। এই সিভিক ভলান্টিয়ার ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টের বিদায়ী প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের প্রশ্নের মুখেও পড়েছিল রাজ্য সরকার।

সেই আবহেই এবার গ্রেফতার হলেন কলকাতার আরও এই সিভিক ভলান্টিয়ার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও