ভোরবেলায় মত্ত অবস্থায় মহিলার ঘরে ঢুকে পড়লেন এন্টালি থানার এক সিভিক ভলান্টিয়ার! অভিযোগ পেয়েই গ্রেফতার

Published : Nov 10, 2024, 05:09 PM ISTUpdated : Nov 10, 2024, 05:10 PM IST
RG Kar Case  wb govt submits affidavit in Supreme Court on recruitment of civic volunteers bsm

সংক্ষিপ্ত

ভোরবেলা একেবারে মত্ত অবস্থায় প্রতিবেশী মহিলার ঘরে ঢুকে পড়ার অভিযোগ উঠল এবার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে শনিবার। অভিযোগ উঠছে, এন্টালি থানার এক সিভিক ভলান্টিয়ার রাতে মদ্যপান করে আচমকাই প্রতিবেশী এক মহিলার ঘরে ঢুকে পড়েন। তাঁকে দেখতে পেয়ে প্রথমে ভয় পেয়ে যান ওই মহিলা। পরে চিৎকার এবং কান্নাকাটি শুরু করে দেন। তৎক্ষণাৎ ছুটে আসেন অন্য প্রতিবেশীরা। মহিলার চিৎকার শুনে প্রতিবেশীরা। এরপরেই ঘটনাস্থল থেকে চম্পট দেন সেই অভিযুক্ত।

এরপর সেই অভিযুক্তের নামে এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। রবিবার, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তবে কেন তিনি এমন কাণ্ড ঘটালেন, তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। অভিযোগকারিণীর সঙ্গে অভিযুক্তের কোনও পূর্ব পরিচিতি ছিল কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্তের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্তও।

প্রসঙ্গত, রাজ্যে ঘটে যাওয়া একাধিক অপরাধের সঙ্গে নাম জড়িয়ে পড়ছে সিভিক ভলান্টিয়ারদের। শ্লীলতাহানি বা দাদাগিরির মতো অভিযোগও উঠছে তাদের বিরুদ্ধে। আরজি কর কাণ্ডের আবহে শুরু হওয়া আন্দোলনের অন্যতম দাবিই ছিল যে, হাসপাতালে বং কলেজের নিরাপত্তার দায়িত্ব থেকে সিভিক ভলান্টিয়ারদের সরাতে হবে। এই সিভিক ভলান্টিয়ার ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টের বিদায়ী প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের প্রশ্নের মুখেও পড়েছিল রাজ্য সরকার।

সেই আবহেই এবার গ্রেফতার হলেন কলকাতার আরও এই সিভিক ভলান্টিয়ার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?