কলকাতা বইমেলায় এলে হবে এক নতুন অভিজ্ঞতা, স্টল খুঁজতে দেবে অ্যাপ! জেনে নিন সেই অ্যাপের হদিশ

পছন্দের বইয়ের স্টল খুঁজতে আর গোলকধাঁধায় নয় বরং আইকেবিএফ নামের অ্যাপটি ডাউনলোড করলে তাতে বইমেলার ভিতরের যেকোনও স্টলে যাওয়ার দিক নির্দেশ থাকবে ।

আন্তর্জাতিক কলকাতা বইমেলায় স্টল খুঁজে পেতে আর কোনও সমস্যা নেই। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড নতুন মোবাইল অ্যাপ চালু করেছে , যে অ্যাপ বইমেলার স্টলের অবস্থান জানাবে গুগল লোকেশনের মাধ্যমে। এই তথ্য জানিয়েছেন গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে এবং সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। 

পছন্দের বইয়ের স্টল খুঁজতে আর গোলকধাঁধায় নয় বরং আইকেবিএফ নামের অ্যাপটি ডাউনলোড করলে তাতে বইমেলার ভিতরের যেকোনও স্টলে যাওয়ার দিক নির্দেশ থাকবে । নতুন অ্যাপটির নির্মাতারা জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই নিকটবর্তী গেটের নির্দেশ থেকে নির্দিষ্ট স্টলে পৌঁছনোর ধারাবিবরণী শোনা যাবে। গিল্ডের দাবি, লক্ষ লক্ষ বইপ্রেমী এই অ্যাপের মাধ্যমে উপকৃত হবেন। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এই অ্যাপ তৈরি করছে। অ্যাপটি প্লে স্টোরে পাওয়া যাবে। কলকাতা বইমেলা ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবারের থিম জার্মানি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জার্মান রাষ্ট্রদূত ডক্টর ফিলিপ আকারমান-সহ বিশিষ্ট সাহিত্যিকরা।এবারের বইমেলায় সর্বাধিক প্রকাশক এবং লিটল ম্যাগাজিনের সংখ্যা। প্রায় ১০০০ টি স্টল থাকছে।

Latest Videos

 বইমেলার ইতিহাসে এ বারই প্রথম মজাদার এক বাঙালি পোশাকের হাঁস দম্পতির আদলে ম্যাসকট তৈরি হয়েছে।১৯৯৬ সালের পরে এ বার থাকছে না বাংলাদেশের প্যাভিলিয়ন। বইমেলার প্রাঙ্গণে নেটওয়ার্কের সমস্যা প্রায়ই দেখা দেয়। এবার এই সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি গেটে কিউআর কোড স্ক্যানের ব্যবস্থা থাকবে, যা থেকে ডিজিটাল ম্যাপ ও স্টলের হদিশ পাওয়া যাবে। এবার বইমেলায় নতুন প্রযুক্তির সমন্বয়ে বইপাঠের অভিজ্ঞতা আরও স্মরণীয় হবে বলে আশা করছে গিল্ড। সাহিত্যিক আবুল বাশারের হাতে এবার গিল্ডের জীবনকৃতী সম্মান তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক ছাড়া গ্যেটে, ম্যাক্স মুলার, ব্রান্ডেনবুর্গ প্রমুখের নামে গেট থাকছে বইমেলায়।থিম দেশ যেহেতু জার্মানি, তাই রিলকে, ব্রেখট, কাফকা, হের্তা মুলার, টমাস মান প্রমুখের নামে বিভিন্ন রাস্তার নামকরণ করার ভাবনা নিয়েছে উদ্যোক্তারা।

Share this article
click me!

Latest Videos

'আমরা কাগজ ছিঁড়েছি, মমতা নিজে বিধানসভায় ভাঙচুর করেছিল' ঝড় তুললেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP
Malda News Today: দ্বিতীয় বিয়ের বিরোধিতা করায় ছেলের সঙ্গে এইরকম করলো বাবা! চাঞ্চল্য গোটা এলাকায়
Suvendu Adhikari : "এখানে মুসলিম লীগ ২ সরকার চলছে", মমতার সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী
বিজেপি করার অপরাধে ব্যাপক মারধর ক্যানিংয়ে, অভিযোগের তীর শওকত মোল্লার বাহিনীর বিরুদ্ধে | Canning News
Nadia Latest News Today: ১ লাখ টাকা না আনতেই এইরকম পরিণতি! তারপর যা হলো দেখলে শিউরে উঠবেন