আরজি কর মামলায় বিপাকে সন্দীপ ঘোষ, তদন্ত শেষের পথে আদালতে জানাল CBI

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্ত সংক্রান্ত রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিয়েছে সিবিআই।

 

আরজি কর আর্থিক দুর্নীতি (RG Kar financial scam) মামলায় কয়েক দিনের মধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হতে পরে। আরজি কর আর্থিক দুর্নীতি মমালয় তদন্ত প্রায় শেষ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)তেমনই জানিয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআই (CBI)। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের (RG Kar Medical College Hospital) ডেপুটি সুপার আখতার আলি প্রথম হাসপাতালে আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন। সেই মামলারই শুনানি ছিল এদিন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওঠে আরজি করের আর্থিক দুর্নীতি মামলা। সেখানেই সিবিআই জানিয়েছে তদন্ত প্রায় শেষের পথে।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্ত সংক্রান্ত রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিয়েছে সিবিআই। আগেই আর্থিক দুর্নীতি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআইকে। কিন্তু সিবিআই এই তদন্তের জন্য আদলতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির সহযোগিতা চেয়েছিল। তারপর থেকেই আদালতের নির্দেশে আরজি কর আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি আর সিবিআই। এদিন কলকাতা হাইকোর্ট আরজি কর কাণ্ডের তদন্ত দ্রুত শেষ করার জন্য কেন্দ্রীয় সংস্থাকে নির্দেশ দিয়েছে।

Latest Videos

সিবিআই আদালতে জানিয়েছে আরজি কর আর্থিক দুর্নীতির তদন্ত শেষের পর্যায়ে। বিচার প্রক্রিয়ার জন্য অভিযুক্তদের থেকে সম্মতি মেওয়া হয়েছে। দ্রুত বিচার শুরু করা যেতে পারে। ২৩ অগস্ট ২০২৪ -এ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি নিয়ে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টই সিবিআইকে দিয়েছিল। গত বছর ২৯ নভেম্বর এই মামলার চার্জশিটও জমা করেছে তদন্তকারী সংস্থা। ইডির আইনজীবী জানিয়েছে, এখনও পর্যন্ত আরজি কর আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় ২২টি জায়গায় তল্লাশি চালান হয়েছে। বেশ কয়েক জনকে জেরাও করা হয়েছে।

বাজেটেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের! জল্পনা নতুন প্রকল্প নিয়েও

আরজি কর হাসপাতালে তিন বছরেরও বেশি সময় ধরে আর্থিক কেলেঙ্কারি চলছিল। হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছিল দুর্নীতির পাণ্ডা। চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে শুরু করে ওষুধ- সবকিছুতেই দুর্নীতি হত বলেও অভিযোগ ছিল। সন্দীপ ঘনিষ্টদের টেন্ডার পাইয়ে দিত। এমনটাও অভিযোগ উঠেছিল। টানা তিন বছর সন্দীপের নেতৃত্ব এই দুর্নীতি চলছে বলেও অভিযোগ। বর্তমানে আর্থিক দুর্নীতিকাণ্ডে জেলবন্দি রয়েছে সন্দীপ ঘোষ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'আমরা কাগজ ছিঁড়েছি, মমতা নিজে বিধানসভায় ভাঙচুর করেছিল' ঝড় তুললেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP
Malda News Today: দ্বিতীয় বিয়ের বিরোধিতা করায় ছেলের সঙ্গে এইরকম করলো বাবা! চাঞ্চল্য গোটা এলাকায়
Suvendu Adhikari : "এখানে মুসলিম লীগ ২ সরকার চলছে", মমতার সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী
বিজেপি করার অপরাধে ব্যাপক মারধর ক্যানিংয়ে, অভিযোগের তীর শওকত মোল্লার বাহিনীর বিরুদ্ধে | Canning News
Nadia Latest News Today: ১ লাখ টাকা না আনতেই এইরকম পরিণতি! তারপর যা হলো দেখলে শিউরে উঠবেন