এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা যাত্রীর, ব্যস্ত সময়ে ব্যাহত পরিষেবা

Published : Dec 11, 2024, 05:50 PM ISTUpdated : Dec 11, 2024, 06:38 PM IST
About 8 lakh passengers boarded metro rail on Panchami record rush on occasion of Durga Puja bsm

সংক্ষিপ্ত

অনেক চেষ্টা করেও কলকাতা মেট্রোরেলে আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টা রুখতে পারছেন না নিরাপত্তারক্ষীরা। বিশেষ করে দিনের ব্যস্ত সময়ে যাত্রীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে।

ফের কলকাতা মেট্রো রেলে আত্মহত্যার চেষ্টা এক যাত্রীর। বুধবার বিকেলে এই ঘটনা ঘটেছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। এদিন বিকেল ৪টে বেজে ১৫ মিনিট নাগাদ মেট্রো রেলের লাইনে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনার জেরে ব্যস্ত সময়ে মেট্রো রেল পরিষেবা ব্যাহত হয়। ওই যাত্রী মেট্রো রেলের লাইনে ঝাঁপ দেওয়ার পরেই সাময়িকভাবে লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর পার্ক স্ট্রিট ও গিরিশ পার্কের মধ্যে মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হয়। ফলে বহু যাত্রীকে সমস্যায় পড়তে হয়। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন বিকেলে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করার পর আপ লাইনে পরিষেবা বন্ধ রাখা হয়। এর ফলে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী যাত্রীরা দুর্ভোগে পড়েন। তবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ স্টেশনের ডাউন লাইনে মেট্রো রেল পরিষেবায় কোনও সমস্যা হয়নি।

কীভাবে বন্ধ করা যাবে মেট্রোয় আত্মহত্যা?

শিয়ালদা-সল্টলেক সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো রেলে কোনও যাত্রীর পক্ষে আত্মহত্যা করা সম্ভব নয়। কারণ, এই দুই রুটে মেট্রোরেলের রেকের দরজা এবং প্ল্যাটফর্মের দরজা একসঙ্গে খোলে। ফলে কোনও যাত্রীর পক্ষেই মেট্রো রেলের লাইনে লাফিয়ে পড়া সম্ভব নয়। কিন্তু কলকাতা মেট্রো রেলের ব্লু লাইনে সেরকম কোনও ব্যবস্থা নেই। ফলে যাত্রীদের পক্ষে লাইনে ঝাঁপিয়ে পড়া সম্ভব। বারবার যাত্রীদের প্ল্যাটফর্ম ও লাইনের মাঝে হলুদ দাগ পেরোতে বারণ করা হয়। কিন্তু অনেক যাত্রীই সে কথায় কান দেন না। প্ল্যাটফর্মে সবসময় একজন বা দু'জন নিরাপত্তারক্ষী থাকেন। তাঁদের পক্ষে সব যাত্রীর উপর নজর রাখা সম্ভব হয় না। এর ফলেই বিপত্তি ঘটে যাচ্ছে।

মেট্রো রেলের নিরাপত্তায় সিভিক ভলান্টিয়ার

সম্প্রতি দেখা যাচ্ছে, কলকাতার বিভিন্ন মেট্রো রেল স্টেশনের প্ল্যাটফর্মে সিভিক ভলান্টিয়ারদের মোতায়েন করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টা রোখা যাচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Kolkata Metro: যাত্রীদের স্বস্তি দিয়ে এখনই বাড়ছে না মেট্রো রেলের ভাড়া, নিশ্চিন্তে চড়ুন শেষ মেট্রোতে

বছর শেষ সুখবর! মেট্রো রেলে কর্মী নিয়োগ, দেখে নিন কারা আবেদনযোগ্য, আবেদন শুরু চলতি মাসেই

এবার কী তবে বাংলায় ছুটবে বন্দে ভারত মেট্রো? শেষ হল ট্রায়াল রান, বিরাট আপডেট যাত্রীদের জন্য

PREV
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের