সংক্ষিপ্ত
পড়াশোনা শেষ করা পর ভালো চাকরির স্বপ্ন দেখেন সকলেই। কিন্তু, মনের মতো চাকরি পাওয়া সহজ কথা নয়। বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের দীর্ঘদিন ধৈর্য ধরতে হয়। এবার চাকরি সংক্রান্ত এল দুর্দান্ত খবর। এবার মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারেন কলকাতা মেট্রো রেলে।
শূন্যপদ
আপাতত নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস পদে। ১২৮ জন নিয়োগ করা হবে। তার মধ্যে ৮২ জন ফিটার, ২৮ জন ইলেকট্রিশিয়ান, ৯ জন মেশিনিস্ট ও ৯ জন ওয়েলডার।
যোগ্যতা
কলকাতা মেট্রো রেলে চাকরির জন্য আবেদন করতে গেলে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। আর মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়াও আবেদনকারীর থাকতে হবে ট্রেডে NCVT বা SCVT-র সার্টিফিকেট।
নিয়োগ পদ্ধতি
মাধ্যমিক বা আইটিআই পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে তৈরি হবে মেরিট লিস্ট। মেরিটের ওপর ভিত্তি করে হবে নিয়োগ।
আবেদন মূল্য
সাধারণ প্রার্থীদের আবেদন করতে লাগবে ১০০ টাকা। তেমনই আবেদন মূল্য লাগবে না এসসি, এসটি এবং মহিলাদের।
আবেদনের তারিখ
আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। অনলাইনে আবেদন করা যাবে। ২২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত করতে পারবেন। mtp.Indianrailways.gov.in এ গিয়ে আবেদন করুন। এই ওয়েব সাইটে বিস্তারিত জানতে পারবেন। তাই দেরি না করে আবেদন করুন।
আপনি যদি এই চাকরিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে দেরি না করে আবেদন করুন। প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।