ফের কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ পরিষেবা

সংক্ষিপ্ত

কলকাতা মেট্রোরেলে আত্মহত্যার চেষ্টা নতুন কিছু নয়। সম্প্রতি একাধিকবার এই ঘটনা দেখা গিয়েছে। বৃহস্পতিবার বিকেলে ব্যস্ত সময়ে ফের একই ঘটনা দেখা গেল।

ফের কলকাতা মেট্রোরেলে আত্মহত্যার চেষ্টা। বৃহস্পতিবার বিকেলে কবি নজরুল মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল চারটে বেজে ২৮ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। সংশ্লিষ্ট ব্যক্তি চলন্ত ট্রেনের সামনে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনার পরেই কবি নজরুল মেট্রো স্টেশন থেকে সব যাত্রীকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। লাইনে ঝাঁপ দেওয়া যাত্রীকে উদ্ধার করার জন্য মেট্রোরেলের তৃতীয় লাইনে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই ঘটনার জেরে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রোরেল পরিষেবা ব্যাহত হয়েছে। কলকাতা মেট্রোরেলের ব্লু লাইনে আপ ও ডাউন, দুই লাইনেই পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়েছে। বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় বাড়ছে। বিশেষ করে যে যাত্রীরা টালিগঞ্জ থেকে গড়িয়া যাচ্ছেন, তাঁদের সমস্যা বেশি। প্রতিদিনই সন্ধেবেলা অফিস ফেরত যাত্রীদের ভিড় থাকে। বৃহস্পতিবার মেট্রোরেল পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীদের প্রবল ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

কখন স্বাভাবিক হবে পরিষেবা?

Latest Videos

টালিগঞ্জ থেকে গড়িয়ার দিকে যাওয়ার জন্য বাস, অটো রিকশা পাওয়া যায়। কিন্তু মেট্রোরেলে যাতায়াত করা সহজ বলে বেশিরভাগ যাত্রীই এই পথ বেছে নেন। তবে বৃহস্পতিবার মেট্রোরেল পরিষেবা ব্যাহত হওয়ায় অনেক যাত্রী বিকল্প পথ বেছে নিচ্ছেন। কতক্ষণে মেট্রোরেল পরিষেবা স্বাভাবিক হবে, সে বিষয়ে কিছু বলতে পারছে না মেট্রোরেল কর্তৃপক্ষ। ফলে যাত্রীদের মধ্যে বিরক্তি বাড়ছে।

মেট্রোরেলে কীভাবে আটকানো যাবে আত্মহত্যার চেষ্টা?

কলকাতা মেট্রোরেলের ব্লু লাইনে গত কয়েক মাসে একাধিকবার আত্মহত্যার চেষ্টা দেখা গিয়েছে। কোনও যাত্রী যাতে লাইনে লাফিয়ে পড়তে না পারেন, সেটা নিশ্চিত করার জন্য কালীঘাট মেট্রো স্টেশনে গার্ডরেল বসানো হয়েছে। কিন্তু অন্য স্টেশনগুলিতে এরকম কোনও ব্যবস্থা করা হয়নি। ফলে আত্মহত্যার চেষ্টা ঠেকানো যাচ্ছে না। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ এই ঘটনার জেরে বিড়ম্বনার মুখে পড়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কলকাতা বইমেলার সময় কি বন্ধ থাকবে মেট্রো পরিষেবা? চিন্তার ভাঁজ বই প্রেমীদের কপালে

চাঁদনি চক মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ এক ব্যক্তির, ব্যস্ত সময়ে ব্যাহত পরিষেবা

এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা যাত্রীর, ব্যস্ত সময়ে ব্যাহত পরিষেবা

Share this article
click me!

Latest Videos

SSC Scam News: এসএসসি অফিসে তালা, আগুন জ্বালিয়ে উত্তাল চাকরিহারাদের আন্দোলন! চাঞ্চল্য গোটা এলাকায়
Suvendu Adhikari: ‘ছিঃ শিক্ষকদের লাথি মারছে মমতার পুলিশ’ কসবার লাঠিচার্জে মমতাকে একহাত শুভেন্দুর