অভিযুক্ত সঞ্জয়ের হয়ে আদালতে সওয়াল একজন মহিলা আইনজীবী, দেখে নিন তাঁর পরিচয়

কবিতা সরকার, একজন আইনজীবী যিনি শিয়ালদহ আদালতে প্র্যাকটিস করছেন। স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির (সালসা) সদস্য।

 

কলকাতা চিকিৎসক পড়ুয়া নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল সারা রাজ্য। ৯ অগস্ট কলকাতা আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন সঞ্জয় রায়।

অনেকেই মনে করেছেন এমন জঘন্য কাজে যে জড়িত তার আইনজীবী পাওয়া কঠিন। কিন্তু, একেবারেই তা নয়। কলকাতার আইনজীবী কবিতা সরকারকে সঞ্জয় রায়কে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন। যা জেনে অবাক হয়েছেন সকলে। এমন ঘটনায় এমন মহিলা আইনজীবী কিভাবে তার সঙ্গ দিতে পারে, তা ভেবে অবাক হয়েছে সকলে।

Latest Videos

জেনে নিন কবিতা সরকার কে। কবিতা সরকার, একজন আইনজীবী যিনি শিয়ালদহ আদালতে প্র্যাকটিস করছেন। স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির (সালসা) সদস্য। তাঁর বয়স ৫২। তিনি হুগলি মহসিন কলেজ থেকে আইনে স্নাতক হন এবং আলিপুর কোর্টে তার কর্মজীবন শুরু করেন। গত বছর জুন নাগাদ তাঁকে শিয়ালদ আদালতে বদলি করা হয়েছে। তার আইনি অনুশীলনে প্রায় ২৫ বছরের অভিজ্ঞতা আছে। প্রথমে তিনি ফৌজদারি আইনে আসার আগে কেবল দেওয়ানী মামলা পরিচালনা করেছিলেন। তিনি লড়াই করবেন সঞ্জয়ের হয়ে।

আরজি কর কাণ্ডে কয়েকদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়। যে সেমিনার হলে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছি, সেখানেই প্রচুর লোক রয়েছে। এই আবহে ফের তীব্র হয়েছিল প্রমাণ লোপাটের সন্দেহ। তেমনই এক সিবিআই অফিসার দাবি করেন, এত জুতোর ছাপ মিলেছে যে তদন্ত করা কঠিন হচ্ছে। এই আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে কি না, আর তা হয়ে তাকলে পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষের তাতে কী ভূমিকা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Share this article
click me!

Latest Videos

প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today