DNA Report: আরজি কর-কাণ্ডে DNA টেস্টে চাঞ্চল্যকর তথ্য CBI-এর হাতে, সঞ্জয় কি একাই অপরাধী

আরজি কর-কাণ্ডে DNA রিপোর্টে একজনকেই মূল অভিযুক্ত বলে বলা হয়েছে। তবে এটি চূড়ান্ত রিপোর্ট কিনা তা এখনও স্পষ্ট নয়। সিবিআই এই রিপোর্টের ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছে।
Saborni Mitra | Published : Aug 31, 2024 11:04 AM IST
110
আরজি কর-কাণ্ডে DNA রিপোর্ট

আরজি কর-কাণ্ডে DNA রিপোর্ট হাতে এসেছে সিবিআই-এর । তেমনই বলছে একটি সূত্র। যদিও সিবিআই এই বিষয়ে মুখ খোলেনি।

210
DNA রিপোর্ট

সিবিআই-এর একটি সূত্র বলেছে, আরজি করকাণ্ডে মূল অভিযুক্ত একজনই। তেমনই বলছে DNA রিপোর্ট।

310
চূড়ান্ত DNA রিপোর্ট

তবে এটাই চূড়ান্ত DNA রিপোর্ট কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ব্যাখ্যা দেয়নি সিবিআই।

410
DNA রিপোর্টে একজন

সূত্রের খবর আরজি কর-কাণ্ডে DNA রিপোর্টে একজনেরই উল্লেখ রয়েছে। যার অর্থ একজনই নির্যাতিতাকে ধর্ষণ করেছে।

510
সঞ্জয় রায়ই গ্রেফতার

আরজি কর কাণ্ডে এখনও পর্যন্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে। কিন্তু

DNA রিপোর্ট কি সঞ্জয়ের সঙ্গে মিলিছে - তার কোনও উত্তর নেই।

610
সঞ্জয় একাই দোষী

ডিএনএ রিপোর্টের ভিত্তিতে সঞ্জয় রায় একাই ধর্ষণের অভিযুক্ত হতে পারে। কিন্তু খুন ওই অভিযুক্ত একাই করেছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।

710
DNA রিপোর্টে মোটিভ

DNA রিপোর্ট থেকে মোটিভ সহজে বোঝা সম্ভব নয়। অপরাধারের পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তাও চিহ্নিত করা যায় না।

810
সঞ্জয় একাই কি কালপ্রিট ?

সঞ্জয় একাই কি কালপ্রিট সিবিআই তদন্ত শুরু করেছে সঞ্জয় একাই কালপ্রিট কিনা। কারণ এখনও পর্যন্ত তাঁকে ছাড়া আর কাউকে গ্রেফতার করা হয়নি।

910
প্রশ্ন একটাই

সিবিআই সূত্রের খবর- সঞ্জয় একাই যদি ধর্ষণ ও খুন করে নির্যাতিতাকে - তাহলে মাত্র ৩০-৩৫ মিনিটে তা সম্ভব কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সেই রাতে সঞ্জয় মদ্যপ ছিল। সেটাও নজর দিচ্ছে সিবিআই।

1010
টানা জেরা আর পলিগ্রাফ পরীক্ষা

সিবিআই সূত্রের খবর আরজি কর কাণ্ডে একাধিক ব্যক্তিকে টানা জেরা করা হয়েছে। ৬ জনের পলিগ্রাফ পরীক্ষা হয়েছে। তাতে অনেক উল্লেখযোগ্য তথ্য তাদের হাতে এসেছে বলেও সূত্রের খবর।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos