
GD Birla Sabhaghar Kolkata Controversy: ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত কলকাতা শহরে ফের পোশাক নিয়ে ফতোয়ার অভিযোগ। কয়েক বছর আগে পার্ক স্ট্রিটের এক রেস্তোরাঁয় পোশাকের কারণে এক ব্যক্তিকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। ধুতি পরে যাওয়ায় এক ব্যক্তিকে বেকবাগানের এক শপিং মলে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও উঠেছিল। এবার বিখ্যাত অনুষ্ঠানস্থল জি ডি বিড়লা সভাঘরে (GD Birla Sabhaghar) এক অভিনেতাকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠল। কারণ আর কিছুই নয়, মঞ্চের অভিনেতা জয়রাজ ভট্টাচার্য (Joyraj Bhattacharjee) লুঙ্গি পরে ছিলেন। সংস্কৃতি সাগরের পক্ষ থেকে এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। জানানো হয়েছে, জি ডি বিড়লা সভাঘরে কোনও পোশাকবিধি নেই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিতর্ক তৈরি হয়েছে। থিয়েটার হলে পোশাকবিধি থাকা উচিত কি না, সে বিষয়ে নানা মত শোনা যাচ্ছে।
বৃহস্পতিবার জি ডি বিড়লা সভাঘরে এই ঘটনা ঘটে। কৌশিক সেনের (Koushik Sen) শো 'মার্ক্স ইন কলকাতা' (Marx in Kolkata) দেখতে গিয়েছিলেন জয়রাজ। কিন্তু তিনি হলে ঢুকতে পারেননি। এই অভিনেতা জানিয়েছেন, 'আমার কাছে টিকিট ছিল। কিন্তু তা সত্ত্বেও আমাকে প্রবেশে বাধা দেওয়া হয়। কারণ, আমি লুঙ্গি পরেছিলাম। দরজায় যিনি ছিলেন তিনি স্পষ্ট জানান, লুঙ্গি পরে প্রবেশ করতে দেওয়া যাবে না।' জয়রাজ আরও জানিয়েছেন, 'আমি লুঙ্গি পরতে অভ্যস্ত। শহরের বিভিন্ন জায়গায় লুঙ্গি পরে যাই। অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, কলামন্দির, তপন থিয়েটারে লুঙ্গি পরে যাই। এমনকী, বিদেশেও লুঙ্গি পরে গিয়েছি। কেউ আমাকে পোশাকের কারণে অডিটোরিয়ামে প্রবেশে বাধা দেয়নি।'
জি ডি বিড়লা সভাঘরের এই অনুষ্ঠান কৌশিকের নাট্যগোষ্ঠী স্বপ্নসন্ধানীর হলেও, অডিটোরিয়ামে প্রবেশের ক্ষেত্রে তাদের কোনও দায়িত্ব ছিল না। এ প্রসঙ্গে কৌশিক বলেছেন, তিনি কারও ব্যক্তিগত পরিসরে প্রবেশ করতে চান না। তিনি পোশাকবিধি জারি করার পক্ষে নন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।