Sourav Ganguly: অনুব্রত মণ্ডলের সঙ্গে একই মঞ্চে কেন? মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Published : May 31, 2025, 10:29 PM ISTUpdated : May 31, 2025, 10:31 PM IST
Sourav Ganguly

সংক্ষিপ্ত

Sourav Ganguly news: সম্প্রতি রাজ্যের শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার এ বিষয়ে মুখ খুললেন বেহালার মহারাজ।

Sourav Ganguly on Anubrata Mondal: সম্প্রতি বীরভূমে এক অনুষ্ঠানে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সেখানে বিতর্কিত রাজনৈতিক চরিত্র অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সঙ্গে একই মঞ্চে ছিলেন। বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ রাজনৈতিক নেতা বোলপুর থানার আইসি-কে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, হুমকি দেওয়ার পর তাঁর সঙ্গে একই মঞ্চে সৌরভের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট দেখা যাচ্ছে। শনিবার এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের সামনে পড়ে অনুব্রতর সঙ্গে একই মঞ্চে থাকা নিয়ে মুখ খুললেন সৌরভ। তাঁর বক্তব্য, 'আমি জেলা ক্রীড়া সংস্থার অনুষ্ঠানে গিয়েছিলাম। আমার সঙ্গে একই মঞ্চে অনেকে থাকেন। অনেকে অনেক কথা বলতেই পারে। ওসব আমাকে স্পর্শ করে না। আমি ওসব কথা নিয়ে ভাবিই না। আমি পাবলিগ ফিগার। আমাকে হাজার জায়গায় যেতে হয়, হাজার মানুষের সঙ্গে কথা বলতে হয়, মঞ্চে থাকতে হয়। আমার কাছে অন্যের কথা ম্যাটার করে না। আমাকে নিয়ে কে কথা বলছে, কেন বলছে, এসব প্রশ্নের উত্তর আমার কাছে থাকে না। খেলার দুনিয়ার লোক আমি। কথা বলতে হলে, প্রশ্ন করতে হল খেলা নিয়ে করলে ভালো, আমি উত্তর দিতে পারব।'

রাজনীতির ছোঁয়াচ এড়ানোর লক্ষ্যে সৌরভ

কয়েকদিন আগেই বীরভূম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে একটি অনুষ্ঠানে অংশ নিতে বোলপুরে গিয়েছিলেন সৌরভ। সেখানে তাঁর সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল অনুব্রতকে। শাসক দলের এই নেতা সৌরভকে বীরভূমে ক্রিকেট কোচিং করানোর অনুরোধও করেন। এ প্রসঙ্গে শনিবার সৌরভ বলেছেন, 'একই মঞ্চে থাকলেই কি কারও সঙ্গে কিছু দরকার থাকতে হবে? আমি সাধারণ মানুষ, সবার সঙ্গে মঞ্চে থাকি। অন্যরা তাঁদের রাজনৈতিক স্বার্থে আমাকে জড়িয়ে ফেলেন। আমার কোনও দেওয়াও নেই, নেওয়াও নেই, পাওয়াও নেই। আমি কোনওমতেই রাজনৈতিক ব্যক্তিত্ব নই। এখানে কত লোকের সঙ্গে ছিলাম। আমি কত লোকের সঙ্গে মিশি। কে কী বলল, টার্গেট করল আমি গ্রাহ্য করি না।'

চাকরিহারা শিক্ষকদের নিয়েও মুখ খুললেন সৌরভ

চাকরিহারা শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গেও মুখ খুলেছেন সৌরভ। তিনি বলেছেন, 'আমি চাইব তাঁদের চাকরি হোক। তাঁদের চাকরির ব্যবস্থা হোক।' কিছুদিন আগে সৌরভের বাড়িতে গিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। এবার তাঁদের প্রতি সহানুভূতি প্রকাশ করলেন সৌরভ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের