Sharmistha Panoli: পহেলগাঁও-অপারেশন সিঁদুর নিয়ে 'আপত্তিকর' পোস্ট, তরুণীকে গ্রেফতার কলকাতা পুলিশের

Published : May 31, 2025, 08:57 PM ISTUpdated : May 31, 2025, 09:27 PM IST
Sharmistha Panoli

সংক্ষিপ্ত

Sharmistha Panoli arrested: গুরুগ্রাম থেকে পুণের আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানোলিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। এই ঘটনা ঘিরে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। হিন্দুত্ববাদীরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের সমালোচনা করছেন।

Kolkata Police arrested Sharmistha Panoli: 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) নিয়ে সোশ্যাল মিডিয়া এক পোস্টের জবাবে আপত্তিকর পোস্ট করার অভিযোগ উঠেছিল। সেই পোস্টে এক বিশেষ সম্প্রদায়ের প্রতি অবমাননাকর ও অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ ওঠে। কলকাতা পুলিশে (Kolkata Police) অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুণের এক বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানের আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানোলিকে (Sharmistha Panoli) গ্রেফতার করল কলকাতা পুলিশ। শুক্রবার রাতে গুরুগ্রাম থেকে শর্মিষ্ঠাকে গ্রেফতার করা হয়। সেখান থেকে এই তরুণীকে কলকাতায় নিয়ে এসে শনিবার আলিপুর আদালতে পেশ করা হয়। ১৩ জুন পর্যন্ত শর্মিষ্ঠাকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘শর্মিষ্ঠা পানোলি নামে এক মহিলার ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে এক বিশেষ সম্প্রদায়ের সদস্যদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ উঠেছে। তার ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে।’

ক্ষমা চেয়েও রেহাই পেলেন না শর্মিষ্ঠা

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) পর থেকে দেশজুড়ে পাকিস্তান-বিরোধী মনোভাব দেখা যাচ্ছে। শর্মিষ্ঠাও সেই মনোভাব থেকেই ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে পাকিস্তানকে আক্রমণ করেন। কিন্তু সেই ভিডিওর মাধ্যমে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন বলে অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় এই তরুণীকে ধর্ষণ, খুন, ধড় থেকে মাথা আলাদা করে দেওয়ার হুমকি দেওয়া হয়। শুধু পাকিস্তানিরাই নয়, ভারতীয়দের একাংশও শর্মিষ্ঠাকে হুমকি দেয়। এরই মধ্যে এই তরুণীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে ভিডিও মুছে ফেলেন শর্মিষ্ঠা। তিনি ক্ষমাও চান। কিন্তু তারপরেও তাঁকে গ্রেফতার করা হল।

 

 

কলকাতা পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ

শর্মিষ্ঠার গ্রেফতারি নিয়ে কলকাতা পুলিশের সমালোচনায় সরব হিন্দুত্ববাদীরা। শর্মিষ্ঠা দাবি করেছেন, তাঁকে হেনস্থা করা হচ্ছে। গণতন্ত্রে এরকম হতে পারে না। অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত এই তরুণীর পাশে দাঁড়িয়েছেন। তিনি অবিলম্বে শর্মিষ্ঠাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের