Poonam Pandey: 'প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা,' পুনম পাণ্ডেকে নোটিস বাংলার সমাজকর্মীর

মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁর অনুরাগীদের মধ্যে শোক দেখা গিয়েছিল। কিন্তু এই খবর ভুয়ো বলে জানার পর অনেকেই পুনমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।

নিজের মৃত্যুসংবাদ প্রচার করে বিপাকে অভিনেত্রী ও মডেল পুনম পাণ্ডে। তাঁকে আইনি নোটিস পাঠালেন কলকাতার সমাজকর্মী অমিত রায়। তিনি জানিয়েছেন, 'পুনম পাণ্ডেকে ক্ষমা চাইতে হবে। না হলে তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করব।' অমিতের আইনজীবী সায়ন সচিন বসু জানিয়েছেন, 'আমরা ই-মেলের মাধ্যমে পুনম পাণ্ডেকে আইনি নোটিস পাঠিয়েছি। কলকাতার ডেপুটি পুলিশ কমিশনারকেও এই আইনি নোটিসের প্রতিলিপি পাঠিয়েছি। আমরা বলেছি, পুনম পাণ্ডেকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। না হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।' অমিতের পদক্ষেপে স্পষ্ট, ভুয়ো খবর ছড়িয়ে সারা দেশে জনজীবনে চাঞ্চল্য তৈরি করার ঘটনা মেনে নেবেন না। তিনি এর শেষ দেখে ছাড়বেন।

আইনি জটে পুনম

Latest Videos

অমিতের পক্ষ থেকে পুনমকে পাঠানো আইনি নোটিসে বলা হয়েছে, ‘আপনি সম্প্রতি জনপ্রিয়তা লাভের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে নিজের মৃত্যুর খবর প্রচার করে জনসাধারণকে বিপথে চালিত করেছেন। এতে আমার মক্কেল গভীরভাবে উদ্বিগ্ন। তিনি এই ঘটনাকে অসম্মানজনক বলে মনে করছেন। এরকম দায়িত্বজ্ঞানহীন ও প্রতারণামূলক ঘটনা দেখিয়ে দিচ্ছে, আপনার নৈতিক দায়বদ্ধতার অভাব রয়েছে। একইসঙ্গে সমাজে গুরুতর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আপনার কাজ অত্যন্ত পীড়াদায়ক। আপনি জরায়ুর ক্যান্সারের মতো সংবেদনশীল বিষয়কে জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে কাজে লাগিয়েছেন। যাঁরা এই মারণরোগে আক্রান্ত হয়েছেন, তাঁদের আপনি শুধু অসম্মানই করেননি, ভুয়ো খবর ও অসংবেদনশীলতার সংস্কৃতি প্রচার করেছেন।’

ক্ষমা না চাইলে কড়া ব্যবস্থা

পুনমকে পাঠানো আইনি নোটিসে আরও বলা হয়েছে, ‘আপনার জনপ্রিয়তা অর্জনের চেষ্টা অনুরাগী ও সাধারণ মানুষের মধ্যে অহেতুক আতঙ্ক, মানসিক চাপ, সংশয় তৈরি করেছে। এই ঘটনা স্বাস্থ্যে সংক্রান্ত আসল বিষয় থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়েছে। ফলে অবিশ্বাস ও সংশয় তৈরি হয়েছে। আপনাকে এই দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে প্রচারের সব মাধ্যমকে দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

#ArrestPoonamPandey, ভুয়ো খবর ছড়ানোর কারণে বয়কট ও গ্রেফতারির দাবি উঠল পুনমের বিরুদ্ধে

'যা করেছেন এবং বেশ করেছেন'- পুনমের উদ্দেশ্যে বিশেষ বার্তা শিলাজিৎ-র

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু