মেট্রো যাত্রীদের জন্য সুখবর! আগামী রবিবার চলবে বিশেষ মেট্রো, জেনে নিন সময়সূচি

যারা রোজ মেট্রোতে যাতায়াত করেন, তাদের জন্য নিঃসন্দেহে ভালো খবর। আগামী রবিবার ১৬ জুন, চলবে বিশেষ মেট্রো।

যারা রোজ মেট্রোতে যাতায়াত করেন, তাদের জন্য নিঃসন্দেহে ভালো খবর। আগামী রবিবার ১৬ জুন, চলবে বিশেষ মেট্রো।

সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পর্যায়ের পরীক্ষা রয়েছে আগামী রবিবার। তাই পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে অতিরিক্ত মেট্রো পরিষেবার কথা জানাল কর্তৃপক্ষ। সেইজন্য সময়সূচিতেও আসবে বদল। এগিয়ে আনা হচ্ছে প্রথম মেট্রোর সময়।

Latest Videos

মেট্রো কর্তৃপক্ষের (Metro Railways) তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৬ জুন রবিবার, কবি সুভাষ (Kavi Subhash) এবং দক্ষিণেশ্বরের (Dakshineswar) মধ্যে মোট ৮টি অতিরিক্ত মেট্রো চলাচল করবে। সাধারণত রবিবার ব্লু-লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো চলাচল শুরু হয় সকাল ৯টা থেকে। কিন্তু আগামী রবিবার, সেই সময় এগিয়ে আনা হবে।

ওইদিন সকাল ৯টার পরিবর্তে, দমদম (Dum Dum) এবং কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। যেইরকম অন্যান্য দিন ছাড়ে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭.১৫ মিনিটে। আর দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার জন্য প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭.৩০ মিনিটে।

রবিবার, সাধারণত আপ এবং ডাউন মিলিয়ে মোট ১৩০টি মেট্রো চলাচল করে। তবে আগামী রবিবার সেই সংখ্যা বাড়ানো হবে। সেদিন মোট ১৩৮টি মেট্রো রেক চলবে। তার মধ্যে ১৩৩টি রেক চলবে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ স্টেশনের মধ্যে। অর্থাৎ, আপ এবং ডাউন লাইন মিলিয়ে মোট ৬৯টি করে মেট্রো পাওয়া যাবে।

সেইসঙ্গে, সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত আপ এবং ডাউন লাইনে আধ ঘণ্টার ব্যবধানে মেট্রো পাওয়া যাবে বলেও জানিয়েছেন মেট্রো কর্তারা।

সবমিলিয়ে, পরীক্ষার্থীদের সুবিধার্থে মানবিক উদ্যোগ নিল মেট্রো কর্তৃপক্ষ। আগামী রবিবার ১৬ জুন, সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পর্যায়ের পরীক্ষার জন্য থাকবে বিশেষ মেট্রোর ব্যবস্থা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari