সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত রায় কলকাতা হাইকোর্টের! রাজ্যকে দিতে হবে ২৮ লক্ষ টাকা ও ৮% হারে ৯ বছরের সুদ

কলকাতা হাইকোর্টে আগেই জানিয়ে ছিল কর্মজীবনের সকল দায়িত্ব সুষ্টুভাবে সম্পাদন করার পর পেনশন এবং গ্র্যাচুয়িটি একজন কর্মীর বিধিবদ্ধ অধিকারের মধ্যে পড়ে। এহেন অভিযোগের ওপর ভিত্তি করে তা আটকে রাখা যায় না। সেই প্রেক্ষিতে দারুণ রায় শোনাল কলকাতা হাইকোর্ট।

একটি মামলায় কলকাতা হাইকোর্টে আগেই জানিয়ে ছিল কর্মজীবনের সকল দায়িত্ব সুষ্টুভাবে সম্পাদন করার পর পেনশন এবং গ্র্যাচুয়িটি একজন কর্মীর বিধিবদ্ধ অধিকারের মধ্যে পড়ে। এহেন অভিযোগের ওপর ভিত্তি করে তা আটকে রাখা যায় না। সেই প্রেক্ষিতে দারুণ রায় শোনাল কলকাতা হাইকোর্ট।

এক সরকারি বিদ্যালয়ের শিক্ষকের দায়ের করা মামলায় বিরাট পর্যবেক্ষণ দিল আদালত। হাই কোর্টে এই মামলা দায়ের করেছিলেন কুণালচন্দ্র সেন নামে রাজ্যের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। সেই মামলায় হাইকোর্ট বলেছে কোনও কর্মচারী যখন নিজের কর্মজীবনে সকল দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করার পর অবসর গ্রহণ করেন, তখন পেনশন এবং গ্রাচুয়িটি তাঁর বিধিবদ্ধ অধিকার। এমনই পর্যবেক্ষণ দিলেন হাই কোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায়।

Latest Videos

২০০৪ সালে চন্দননগর বঙ্গ বিদ্যালয়ে অস্থায়ী হেড মাস্টার হিসেবে যোগ দেন কুণালচন্দ্রবাবু। পরের বছরই পার্মানেন্ট হন তিনি। প্রায় এক দশক ওই বিদ্যালয়ে চাকরি করার পর ২০১৫ সালের জুলাই কুণালচন্দ্র সেন অবসর নেন। ওই বছরই তিনি পেনশন ও গ্র্যাচুয়িটির দাবি জানিয়ে কাগজপত্র জমা করেন। তবে সেই টাকা আটকে দেওয়া হয়। সৌজন্যে এক বিধায়কের আনা অভিযোগ। ওই বিধায়ক অভিযোগ করেছিলেন, কুণালচন্দ্রবাবু বিদ্যালয়ের টাকা নয়ছয় করেছেন। এই কারণেই তাঁর পেনশন এবং গ্র্যাচুয়িটির টাকাও আটকে দেওয়া হয়।

তবে হাই কোর্টের তরফ থেকে স্পষ্ট জানানো হল, কর্মজীবনের সকল দায়িত্ব সুষ্টুভাবে সম্পাদন করার পর পেনশন এবং গ্র্যাচুয়িটি একজন কর্মীর বিধিবদ্ধ অধিকারের মধ্যে পড়ে। এহেন অভিযোগের ওপর ভিত্তি করে তা আটকে রাখা যায় না। এর আগে হাই কোর্টের তরফ থেকে ট্রেজারিকে নির্দেশ দেওয়া হয়েছিল, রেজিস্ট্রার জেনারেলের কাছে ২৮ লাখ ৬৭ হাজার টাকা জমা রাখতে হবে। এই টাকা হল কুণালচন্দ্রবাবুর প্রাপ্য টাকা। এবার উচ্চ আদালতের রায়, মামলাকারী যে বছর অবসর নিয়েছেন তথা ২০১৫ সাল থেকে ৮% হারে এই টাকা তাঁকে ফেরত দিতে হবে।

জানা গিয়েছে ওই বিধায়কের আনা অভিযোগের কোনও সত্যতা নেই। পরবর্তীতে কুণালচন্দ্রবাবু মামলা করায় তাঁর প্রভিশনাল পেনশন চালু করা হয়। সেই সঙ্গেই আদালতের তরফ থেকে কেন্দ্রীয় এজেন্সি CBI-কে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্তকারী সংস্থা জানায়, ওই শিক্ষকের বিরুদ্ধে করা হয়েছে, এর সঙ্গে পেনশন কিংবা গ্র্যাচুয়িটির কোনও যোগ নেই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar