ফের একবার বিভ্রাট পাতালপথে! হটাৎ রবীন্দ্র সরোবর স্টেশনে থমকে গেল মেট্রো

Published : Jul 26, 2024, 05:09 PM IST
kolkata metro

সংক্ষিপ্ত

আবারও মেট্রো বিভ্রাট। শহর কলকাতায় (Kolkata) ফের একবার মেট্রো বিভ্রাটের সম্মুখীন হলেন যাত্রীরা।

আবারও মেট্রো বিভ্রাট। শহর কলকাতায় (Kolkata) ফের একবার মেট্রো বিভ্রাটের সম্মুখীন হলেন যাত্রীরা।

শুক্রবার, বেলা পৌনে ১ টা থেকে ডাউন লাইনে আংশিকভাবে বন্ধ ছিল মেট্রো (Kolkata Metro) পরিষেবা। ফলে, চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। সূত্রের খবর, যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে। প্রায় ৩০ মিনিট পর মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে শোনা যাচ্ছে।

জানা যাচ্ছে, শুক্রবার বেলা ১২.৪৫ মিনিট নাগাদ দমদমগামী একটি মেট্রো হটাৎই আটকে যায় রবীন্দ্র সরোবর স্টেশনে। মেট্রো সূত্রে খবর, থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগে সমস্যার কারণেই থমকে যায় ঐ রেকটি। সঙ্গে সঙ্গে মেট্রোর তরফ থেকে রেকটিকে ফাঁকা করে দেওয়া হয়।

এরপর টেকনিক্যাল টিমের সহায়তায় সেটিকে নিয়ে যাওয়া হয় মহানায়ক উত্তম কুমার স্টেশনে। এই ঘটনার জেরে কার্যত ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ আংশিকভাবে ব্যহত হয় মেট্রো পরিষেবা। স্বভাবতই, প্রতিটি স্টেশনেই বাড়তে থাকে ভিড়। ক্ষোভ বাড়তে শুরু করে যাত্রীদের মধ্যে।

এদিকে ততক্ষণে মেরামতির কাজ শুরু করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। প্রায় ৩০ মিনিট পর ফের স্বাভাবিক হয় ডাউন লাইনে মেট্রো চলাচল। প্রসঙ্গত, কলকাতার অন্যতম লাইফ লাইন মেট্রো। কলকাতা মেট্রোর ওপর ভরসা করেই বহু লোক ঘর থেকে বেরোন। প্রতিদিন কয়েকলক্ষ মানুষ যাতায়াত করেন এই পথে। ইদানিং প্রায়শই মেট্রোয় বিভ্রাট দেখা যাচ্ছে।

যার ফলে, ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। ফের একবার সেই ঘটনাই ঘটল। শুক্রবার, ডাউন লাইনে গোলযোগের দরুণ আপ লাইনেও মেট্রো পরিষেবায় কিছুটা বিঘ্ন ঘটছে। ট্রেন অনেকটাই ধীরে চলাচল করতে থাকে। বিভিন্ন স্টেশনে ট্রেন পরপর দাঁড়িয়ে যায় এদিন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?