রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট খবর, অবসরের বয়স এখন ৬২, কবে থেকে প্রযোজ্য হবে নয়া নিয়ম?

Published : Jan 28, 2025, 12:12 PM IST

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি এবং অবসরের বয়স ৬০ থেকে ৬২ করার জল্পনা চলছে। রাজ্য বাজেটে এই ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে, যদিও এখনও নিশ্চিত খবর মেলেনি।

PREV
110

মমতা সরকার ক্ষমতায় আসার পর একের পর এক প্রকল্প এনেছেন রাজ্যবাসীদের জন্য। তেমনই সরকারি কর্মীদের নানান সুবিধা এনেছেন।

210

তবে, কদিন ধরেই জলঘোলা হচ্ছে সরকারি কর্মীদের ডিএ নিয়ে। শোনা যাচ্ছে বাড়বে ডিএ।

310

এখনও এই নিয়ে মেলেনি নিশ্চিত খবর। তবে, শোনা যাচ্ছে এবার ১০ শতাংশ ডিএ বৃদ্ধি করবে রাজ্য সরকারি কর্মীদের।

410

এরই মাঝে এল আরও এক খবর। এবার অবসরের বয়স পরিবর্তন করতে চলেছেন মমতা সরকার।

510

শোনা যাচ্ছে, ৬০ থেকে ৬২ করবে অবসরের বয়স। এমন ঘোষণা হতে পারে রাজ্য বাজেটে।

610

সর্বত্র শোনা যাচ্ছে এমন খবর। তবে, আপাতত কোনও নিশ্চিত ঘোষণা হয়নি।

710

তবে, সত্যিই এমন সিদ্ধান্ত নিলে উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মী।

810

অনেকেরই ধারণা এই সিদ্ধান্ত গৃহীত হলে শীঘ্রই তা কার্যকারী হবে।

910

এদিকে মাঝে শোনা গিয়েছিল অবসরের বয়স ৬৫ করা হয়েছে শিক্ষকদের।

1010

পরে মন্ত্রী ব্রাত্য বসু জানান আপাতত এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

click me!

Recommended Stories