মমতা সরকার ক্ষমতায় আসার পর একের পর এক প্রকল্প এনেছেন রাজ্যবাসীদের জন্য। তেমনই সরকারি কর্মীদের নানান সুবিধা এনেছেন।
তবে, কদিন ধরেই জলঘোলা হচ্ছে সরকারি কর্মীদের ডিএ নিয়ে। শোনা যাচ্ছে বাড়বে ডিএ।
এখনও এই নিয়ে মেলেনি নিশ্চিত খবর। তবে, শোনা যাচ্ছে এবার ১০ শতাংশ ডিএ বৃদ্ধি করবে রাজ্য সরকারি কর্মীদের।
এরই মাঝে এল আরও এক খবর। এবার অবসরের বয়স পরিবর্তন করতে চলেছেন মমতা সরকার।
শোনা যাচ্ছে, ৬০ থেকে ৬২ করবে অবসরের বয়স। এমন ঘোষণা হতে পারে রাজ্য বাজেটে।
সর্বত্র শোনা যাচ্ছে এমন খবর। তবে, আপাতত কোনও নিশ্চিত ঘোষণা হয়নি।
তবে, সত্যিই এমন সিদ্ধান্ত নিলে উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মী।
অনেকেরই ধারণা এই সিদ্ধান্ত গৃহীত হলে শীঘ্রই তা কার্যকারী হবে।
এদিকে মাঝে শোনা গিয়েছিল অবসরের বয়স ৬৫ করা হয়েছে শিক্ষকদের।
পরে মন্ত্রী ব্রাত্য বসু জানান আপাতত এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
Sayanita Chakraborty