বিরাট চমক! ১০% ডিএ বাড়ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের, রাজ্য বাজেটে কি বিশেষ ঘোষণা?

Published : Jan 28, 2025, 09:31 AM IST

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা চলছে। আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেটে এই বিষয়ে ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, বাজেটে একাধিক সরকারি প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির ঘোষণাও থাকতে পারে।

PREV
110

বহুদিন ধরে খবরে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ। কত শতাংশ ডিএ বাড়ছে তা নিয়ে জল্পনার শেষ নেই।

210

বহুদিন ধরেই শোনা যাচ্ছে, ডিএ বাড়বে কর্মীদের। কিন্তু তা নিয়ে মেলেনি কোনও নিশ্চিত খবর।

310

শেষ ২৫ ডিসেম্বরের অনুষ্ঠানে সকলেই আশা করেছিলেন মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন ডিএ প্রসঙ্গে। কিন্তু, সে সময় নিরাশ হন কর্মীরা।

410

এর পর থেকে চলছে আন্দোলন। ডিএ বৃদ্ধি না হওয়ায় কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

510

রাজ্য সরকারী কর্মীদের খুশি করতে এবার বিরাট পদক্ষেপ নিতে চলেছে মমতা সরকার।

610

শোনা যাচ্ছে, ৩ বা ৪ নয়। একেবার ১০% ডিএ বাড়ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের।

710

১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট। আর সেই বাজেটেই ঘোষণা হবে ডিএ-র কথা।

810

এমনই আশায় বুক বেঁধেছেন রাজ্য সরকারি কর্মীরা। এখন দেখার সত্যিই তা ঘোষণা হয় কি না।

910

এদিকে রাজ্য বাজেটে একাধিক সরকারি প্রকল্প নিয়ে ঘোষণা হতে চলেছে। শোনা যাচ্ছে এমনটাই।

1010

লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির কথাও রাজ্য বাজেটে ঘোষণা হতে পারে বলে খবর।

click me!

Recommended Stories